ল্যুই চিয়ানচৌং
2024-03-27 10:13:33

ল্যুই চিয়ানচৌং বা থ্যাঙ্ক ১৯৮২ সালের ৬ ফেব্রুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের থাইতোং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের একজন গায়ক ও সংগীতজ্ঞ।

 

কিন্ডারগার্টেনে পড়ার সময় গির্জার প্রার্থনা সংগীত শুনে গানের প্রতি তার আগ্রহ জন্মায়। প্রাথমিক বিদ্যালয়ের সময় তিনি গির্জায় গিটার শিখতে শুরু করেন। তখন থেকে তিনি প্রচুর গান শুনতে শুরু করেন। মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি গান তৈরি শুরু করেন। আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সময় তিনি সহপাঠীর সঙ্গে রক সংগীতদল গঠন করেন এবং প্রধান গায়ক হন। একই সময় তিনি সংগীতদলের সদস্যদের কাছ থেকে  ড্রাম বাজানো শেখেন। তারপর শিক্ষক ছাড়াই তিনি পিয়ানো বাজানো শেখেন।

হিম ইন্টারন্যাশনাল মিউজিকে যোগ দেওয়ার আগে, তিনি ছয় বছর ধরে রেস্তোরাঁয় লোক গান গান গেয়েছেন। সে সময় হুয়াং সিনের সঙ্গে পরিচিত হন এবং তাঁর সাথে চুক্তি স্বাক্ষর করেন। তার প্রমোটর হিসেবে হুয়াং সিন তাঁকে সংগীত তৈরী ও রচনা সংক্রান্ত অনেক বিষয়ে ধারনা দেন। ২০০৩ সালে থাঙ্ক প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৫ সালে তিনি হিম ইন্টারন্যাশনাল মিউজিকে যোগ দেন। সে বছরের দ্বিতীয়ার্ধে তাঁর রচিত তিনটি গান একটি টিভি নাটকের গান হিসেবে নির্বাচিত হয়। এর মধ্যে ‘আমাকে তোমার ভালবাসা দাও’ নামে গানটি জনপ্রিয় হয়েছে। গানের কথা এমন: একটু একটু করে আমার সঙ্গে সহজ হবে বলে অপেক্ষা করছি। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অনেক অস্পষ্ট বোঝাপড়া আছে বলে মনে হচ্ছে। আমরা যেটি সবচেয়ে চাই, কেউ সেটি চাইলেই দোকানে কিনতে পারবে না। শুধু পছন্দ মানুষের হাতে আছে। আমাকে তোমার ভালবাসা দাও এবং আমাকে ভবিষ্যতে তোমার সাথে যেতে দিও। আমাকে তোমার ভালবাসা দাও, হাত ধরো এবং কখনও ছেড়ে দিও না। যদিও মহাবিশ্ব বিস্ফোরিত হয় এবং সমুদ্রের জল বাষ্পীভূত হয়। শুধু চাই, তোমার স্মৃতিতে আমার আলিঙ্গনের স্মৃতি থাক। আমার সবচেয়ে বড় আশীর্বাদ হল, আমি ভালোবাসি তা আবিষ্কার করা। আত্মার অর্থ আছে, প্রতিদিন তা লালন করি।

 

২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারিতে থ্যাঙ্ক প্রথম সৃজনশীল অ্যালবাম ‘ফাইটিং’ প্রকাশ করেন। ১ লাখের বেশি বিক্রি হয় অ্যালবামটি। পাশাপাশি তিনি তাইওয়ান প্রদেশের ‘নতুন বিক্রয় চ্যাম্পিয়ন’ ‘রিংটোন ডাউনলোড চ্যাম্পিয়ন’ এবং ‘ডিজিটাল সংগীত অন-ডিমান্ড চ্যাম্পিয়নশিপ’ জেতেন।

২০২১ সালের ৬ মে থ্যাঙ্ক ‘কীভাবে ভালবাসা চলতে পারে’ নামে গানটি প্রকাশ করেন। গানের কথা এরকম: কে এটা করতে পারে? আমার ব্যথা না ভেবে, তোমাকে অনেক ভালোবাসে। তুমি বুঝো না কী বলে আমাদের প্রথম দিকের স্বপ্নে ফিরে যেতে পারে। তখন আমরা কত খুশি। মনে রেখো ভালোবাসার সেই মুহূর্ত। ভালবাসা কীভাবে চালিয়ে যেতে হয়। অসম্পূর্ণ আমি এখনও তোমাকে ভালবাসি। ভালবাসা কীভাবে চালিয়ে যেতে হয়। যখন তুমি বলো, ক্লান্ত এবং ভালোবাসার পথ খুঁজে পাও না। কী করা যাবে।

 

“আরেকটি দিন যা নিজেকে পুনরাবৃত্তি করে। অভিব্যক্তিহীন মুখ নিয়ে বিশ্বের মুখোমুখি হতে হয়। প্রতিদিনই পুনরাবৃত্তিমূলক ছবিগুলো ওঠে। আমাদের সবার কিছু পরিবর্তন দরকার। আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে, এমনকি স্বপ্ন দেখা লোকসান বলে মনে হচ্ছে। কে বাঁচাবে আমার শৈশবের স্বপ্ন, আমার স্বপ্ন। আমার উন্মাদনা এবং আবেগময় আলো, বড় হওয়ার সাথে সাথে বিলীন হয়ে গেছে। সাহস এখনও আছে কী? আমার সাথে আবার হাঁটাও, আর আমাকে বলো যে এখনকার আমি এখন আমার স্বপ্নকে আলিঙ্গন করছি।” বন্ধুরা, কথাগুলি থ্যাঙ্কের ‘স্বপ্ন এখনও এখানে’ গান থেকে নেওয়া। স্বপ্ন থাকলে, সামনে এগিয়ে যেতে পারবো ঠিকমতো। তাইনা? 

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনাদেরকে থ্যাঙ্কের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘নীরবে’। (প্রেমা/হাশিম)