সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত পর্ব-১৩
2024-03-26 16:26:11

মোনাকোর শাসক প্রিন্স দ্বিতীয় আলবার্ট হচ্ছেন প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পুরনো বন্ধু। দু’নেতার মধ্যে অনেকবার দেখা-সাক্ষাৎ হয়েছে। 


৫ বছর আগে, ২০১৯ সালের ২৪ মার্চ প্রেসিডেন্ট সি চিন পিং মোনাকো সফর করেন। তিনি হলেন মোনাকো সফর করা চীনের প্রথম শীর্ষ নেতা। এ সফর প্রসঙ্গে প্রিন্স দ্বিতীয় আলবার্ট বলেন, “এটি আমার জন্য বিপুল আনন্দের, পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এর কারণ শুধু এটা নয় যে, চীনের প্রেসিডেন্ট প্রথমবার মোনাকো সফর করছেন, বরং এটি একটি বড় দেশ ও বিশ্বের অনতম্য শক্তিশালী দেশের শীর্ষ নেতার প্রথম মোনাকো সফর।”


প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রিন্স দ্বিতীয় আলবার্ট একসঙ্গে সোছি শীতকালীন অলিম্পিক গেমস, নানচিং যুব অলিম্পিক গেমস ও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রিন্স দ্বিতীয় আলবার্ট বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট সি ক্রীড়ার গুরুত্ব খুব ভালোভাবে বোঝেন। কারণ তিনি শুধু ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বেইজিংয়ে আয়োজন করার ব্যাপারে সমর্থন দিয়েছেন তা নয়, বরং তিনি এ আশাও করেন চীনা জনগণ সবসময় ক্রীড়া ও শরীরচর্চায় অংশগ্রহণ করবে।’


প্রেসিডেন্ট সি চিন পিং অনেকবার জোর দিয়ে বলেছেন, ‘চীনা বৈশিষ্টময় আধুনিকায়ন হচ্ছে মানব ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থানের আধুনিকায়ন।” 


সাম্প্রতিক বছরগুলোতে, চীন ইতিবাচকভাবে জীব-বৈচিত্র সুরক্ষার গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অব্যাহত রেখেছে। এতে অনেক দুষ্প্রাপ্য ও বিপন্ন প্রজাতি বিলুপ্তি থেকে সুরক্ষা পেয়েছে।   

২০১৮ সালের সেপ্টেম্বরে, প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে প্রেন্স দ্বিতীয় আলবার্টের সাথে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট সি চিন পিং তাকে বলেন, “আমি মাঞ্চুরিয়ান বাঘ সংরক্ষণ এলাকা, উত্তর-পূর্ব চীন চিতাবাঘ সুরক্ষা এলাকা ও উত্তর-পশ্চিম চীন তুষার-চিতাবাঘ সুরক্ষা এলাকা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি।”প্রাণী সুরক্ষার খাতে প্রিন্স দ্বিতীয় আলবার্টও অনেক গুরুত্ব দেন। তিনি বলেন, “বিশেষ করে এ বিষয়টি আমাকে অভিভূত করেছে যে, পরিবেশ সুরক্ষা ও উন্নয়নে প্রেসিডেন্ট সি চিন পিং ও চীন সরকারের দৃঢ় সংকল্প ও সদিচ্ছা। মানবজাতীর অভিন্ন কল্যাণের সমাজ-এ ধারণায় আমিও জোর সমর্থন দেই, মানবজাতীর ভবিষ্যতকে গুরুত্ব দেয়ার এ ধারণা অত্যন্ত ভাল। এতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দূরদৃষ্টি ও বিচক্ষণতা প্রমাণিত হয়।”