মার্চ ২৬: ‘চীনের উন্নয়নে উচ্চ পর্যায়ের ফোরাম-২০২৮’ -এর দু’দিনব্যাপী বার্ষিক সম্মেলন গত রোববার ও সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অবিরাম উন্নয়নে চীন’।
দু’দিনের সম্মেলনে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, অর্থ মন্ত্রণালয়, প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয়, শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় ওষুধ তত্ত্বাবধান ব্যুরো, জাতীয় পরিসংখ্যান ব্যুরো, এ আটটি বিভাগের কর্মকর্তারা ‘তিয়াও ইয়ু থাই’ জাতীয় অতিথি ভবনে যৌথভাবে চীনা অর্থনীতির উন্নয়নে ‘আস্থা’র বিষয়টি তুলে ধরেছেন।
আস্থা, ব্যাপক মাত্রার বাজারের সুপ্তশক্তির সঙ্গে জড়িত এই কথা উল্লেখ করে উপ-অর্থমন্ত্রী কুও থিংথিং বলেন, চীনে ১৪০ কোটি মানুষ রয়েছে, যা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পণ্যভোগ বাজার, বার্ষিক মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয়ের পরিমাণ ৪০ হাজার ইউয়ান, ইতোমধ্যেই বিশ্বে ব্যাপকতার দিক থেকে বৃহৎ মধ্যআয়ের গ্রুপ সৃষ্টি হয়েছে। বিগত ১০ বছরে চীনা অধিবাসীদের মাথাপিছু সেবাগত ভোগের অনুপাত ৩৯.৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫.২ শতাংশে, সেবাগত ভোগের ক্ষেত্র আরও বেশি বাড়ার সম্ভবানাও রয়েছে।
আস্থা, ক্রমাগত অপ্টিমাইজেশন এবং আপগ্রেড শিল্প সরবরাহ চেইনের সঙ্গে জড়িত, এ কথা উল্লেখ করে চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রী চিন চুয়াংলুং বলেন, কয়েক দশকের উন্নয়নের ফলে চীনে মৌলিকভাবে সম্পূর্ণ ব্যবস্থা, অনেক বৈচিত্র্য এবং বড় পরিসরের একটি শিল্প ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে শিল্প খাতের ৪১টি বড় শ্রেণী, ২০৭টি মাঝারি বিভাগ এবং ৬৬৬টি উপশ্রেণী রয়েছে, যা জাতিসংঘের শিল্প শ্রেণীবিভাগের সকল রকমের শিল্পকে ছাড়িয়ে গেছে, ইতোমধ্যেই বৈশ্বিক শিল্প সরবরাহ চেইনে এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
আস্থা, বিকাশমান ডিজিটাল অর্থনীতির সঙ্গে জড়িত এই কথা উল্লেখ করে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক লিউ লিয়ে হুং বলেন, ২০২৩ সালের শেষ নাগাদ, চীনে নির্মিত ফাইভ-জি বেস কেন্দ্রের সংখ্যা ৩৩ লাখ ৭৭ হাজার, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৪৬.১ শতাংশ বেশি। কম্পিউটিং পাওয়ার অবকাঠামো নির্মাণের বহুমুখী মান স্থিতিশীলভাবে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।
আস্থা, ক্রমশ বাড়ানো বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনের সঙ্গে জড়িত এই কথা উল্লেখ করে চীনের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উ চাওহুই বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত মৌলিক তত্ত্ব গবেষণাকাজকে এগিয়ে নিতে প্রচেষ্টা চালিয়েছে চীন, এর মধ্যে রয়েছে এই খাতের সাধারণ প্রযুক্তি উন্নয়ন, প্রয়োগ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন , কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও সেবা উন্নয়ন এবং দ্রুতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রূপান্তর ও ব্যবহারকে এগিয়ে নেওয়া প্রভৃতি।
আস্থা অব্যাহতভাবে বাড়ানোর সবুজ উন্নয়ন চালিকাশক্তির সঙ্গে জড়িত এই কথা উল্লেখ করে চীনের পরিবেশ বিষয়ক উপমন্ত্রী চাও ইংমিন বলেন, চীনের নবায়নযোগ্য জ্বালানিচালিত গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ বিশ্বে ৬০ শতাংশের বেশি এবং তা পরপর ৯ বছর বিশ্বে প্রথম স্থানে রয়েছে। গেল বছর বায়ু ও বিদ্যুত্ যন্ত্রের খুচরা যন্ত্রাংশ সংক্রান্ত উত্পাদনের পরিমাণ বৈশ্বিক বাজারে ৭০ শতাংশ, সবুজ ও নিম্ন কার্বন ক্ষেত্রের প্রাণবন্ত উন্নয়ন চীনা অর্থনীতির উন্নয়নের নতুন ইঞ্জিনে পরিণত হচ্ছে।
আস্থা, সংস্কার ও উন্মুক্তকরণে অবিচল থাকার দৃঢ়প্রতিজ্ঞা ও সাহসের সঙ্গে জড়িত, এই কথা উল্লেখ করে জাতীয় ওষুধ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যুরোর উপ-মহাপরিচালক হুয়াং কুও বলেন, চীন বিশ্বে সর্বোচ্চ এবং সবচেয়ে সক্রিয় ওষুধ বাজার এবং ওষুধ উত্পাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় রাষ্ট্র, নিজের সবচেয়ে স্থিতিশীল মোট পরিমাণ এবং প্রত্যাশিত প্রবৃদ্ধির পরিমাণ রয়েছে। চীনের উন্নয়নে উন্মুক্ত বিশ্ব থাকা প্রয়োজন, বিশ্বের উন্নয়নকে চীন থেকে আলাদা করা যাবে না।
আস্থা, সীমাহীন সম্ভাবনা থাকা বাজারের সুযোগের সঙ্গে জড়িত, এ কথা উল্লেখ করে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক চেং শানচিয়ে বলেন, চীনে নতুন মানের উত্পাদন শক্তির লালন ও উন্নয়ন করা এবং উচ্চ গুণগত মানের উন্নয়নকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশি-বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের কাছে সীমাহীন সম্ভাবনা থাকা এমন বাজারের সুযোগ এবং বিশাল উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হবে।
চীনের অর্থমন্ত্রী লান ফু আনের বক্তব্যের প্রতিধ্বনি করে বলা যায়, চীনা অর্থনীতির কঠোরতা প্রবল, সুপ্তশক্তি বিশাল, এবং দীর্ঘমেয়াদে ভাল হওয়ার প্রবণতা অব্যাহতভাবে জোরদার হবে। (ওয়াং হাইমান/হাশিম/ছাই)