‘অভিনেতা’
2024-03-25 10:16:38

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু জি ছিয়ান’র কন্ঠে ‘অভিনেতা’ শীর্ষক গান। এখন আমি শ্রোতাবন্ধুদেরকে তাঁর কন্ঠে ‘ঠিকই আছে’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা প্রায় এরকম, ‘যদি কোনো মানুষ তার চুল ধরে, আমার স্মৃতি দেয়ালে খোদাই হয়। যদি ভালোবাসা সংগ্রাম করতে পারে, তাহলে মুক্ত করার হাত নিচে দেই। আয়নায় মানুষ মিথ্যা কথা বলে। ইচ্ছার বিরুদ্ধে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? কানা ও বোবা সেজে আমার সঙ্গে কথা বলো না। আমাদের ভালোবাসা এখানে শেষ হয়ে ঠিকই আছে। বেশি নয়, কম নয়, আমি ভুলে যেতে পারবো। আমি নিজেকে দেখাশোনা করতে পারবো। আমাদের দূরত্ব এখানে ঠিকই আছে। আমরা আলিঙ্গন করতে পারি না, কিন্তু মুক্ত করতেও পারি না। গভীরভাবে ভালোবেসেছিলাম, আমার অভিযোগ করা উচিত নয়। ভেঙ্গে দেয়ার মূল কারণ কী? গল্প যদি সুন্দর হয় তাহলে ভেতরে সত্য কথা লুকায়। আমাদের ভালোবাসা এখানে ঠিকই আছে। আমরা ঝগড়া করবো না, আমরা পরস্পরকে আহত করবো না। আকাশে অন্ধকার, অন্ধকার ঠিকই আছে’। এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আমার একজন প্রিয় কণ্ঠশিল্পী সুন ইয়ান জি (স্টেফেনি সুন)-এর গান শোনাবো। তিনি ১৯৭৮ সালের ২৩ জুলাই সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি পাঁচ বছর বয়স থেকে পিয়ানো শিখেন। দশ বছর বয়স সময় তিনি প্রথম বারের মতো গান পরিবেশনা করেন। ১৮ বছর বয়সে তিনি প্রথম গান লিখেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি ব্যান্ডের প্রধান গায়িকা ছিলেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘যে আমি মিস করি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সুন ইয়ান জি’র কন্ঠে ‘’ শীর্ষক গান। ২০০০ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ২০০০ সালে তিনি দু’টি অ্যালবাম প্রকাশ করেন।২০০৩ সালে তিনি নিজের সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ বছরের জানুয়ারিতে তিনি তার ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি সিঙ্গাপুরের এক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন শুনবেন তাঁর কন্ঠে ‘’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সুন ইয়ান জি’র কন্ঠে ‘’ শীর্ষক গান। ২০০৭ সালে তিনি সিঙ্গাপুরের বিশিষ্ট যুব পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি আমন্ত্রণে বেইজিং অলিম্পিক গেমসের সরকারি চারটি গানে কণ্ঠ দেন। ২০১৫ সালে তিনি হংকংয়ের দশটি শ্রেষ্ঠ গানের পুরস্কার লাভ করেন। একজন গায়িকা ছাড়া তিনি একজন পোশাক ডিজাইনার। এখন আমি আপনাদেরকে স্টেফেনির কণ্ঠে ‘’ নামের গানটি শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সুন ইয়ান জি’র কন্ঠে ‘’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘চোখের অভিব্যক্তি’ শীর্ষক গান শোনাবো। গানের কথা এমন, ‘আসলে স্বপ্ন পরিবর্তন হবে। মেনে চলতে আমার ক্লান্ত লাগে। আমি মাত্র তোমাকে দেখেছি। পরস্পরকে বোঝানোর জন্য হাসছি আমরা। আমাদের ভালোবাসা বজায় থাকবে। কখনো কখনো ভালোবাসা মাত্র চোখের অভিব্যক্তি। তা কষ্ট তাড়িয়ে দিতে পারে। আমি মাত্র তোমাকে দেখেছি, আমাদের পরস্পরকে বোঝানোর চোখের অভিব্যক্তি। তুমি থাকলে যেকোনো অবস্থা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আমরা পরস্পরের প্রতি আস্থা রাখি। তুমি সবসময় আমার হাত ধরে স্বপ্নের দিকে যাও। আসল ভালোবাসায় প্রতিশ্রুতি দরকার নেই, কিন্তু আজীবন থাকবে’। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/)