জনাব ডক্টর গাজী মোহাম্মদ আবু ইসানুরের সাক্ষাত্কার
2024-03-22 20:30:05


 

আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন জনাব ডক্টর গাজী মোহাম্মদ আবু ইসানুর। বর্তমানে তিনি চিয়াংসি প্রদেশের জিউজিয়াং  বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ ম্যানেজমেন্টে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া  ইউ.কে. থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে পিএইচডি পরবর্তীতে ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া পারলিস হতে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেছেন।

ডক্টর ইসানুর ২০১৯ সালে জিউজিয়াং বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। শিক্ষকতার পাশাপাশি তিনি বিজনেস ম্যানেজমেন্ট ফিল্ডে গবেষণা কাজ করছেন। তিনি ৭০টিরও অধিক গবেষণা প্রবন্ধ বিশ্বের বিভিন্ন প্রসিদ্ধ জার্নালে প্রকাশ করেছেন এবং চারটি একাডেমিক বইও প্রকাশ করেছেন। গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য চিয়াংসি প্রাদেশিক সরকারের সর্বোচ্চ অ্যাওয়ার্ড "লুসান মাউন্টেন অ্যাওয়ার্ডের" জন্য মনোনীত হন ২০২২ সালে।

তো, চলুন কথা বলি তার সঙ্গে।