চীনের হ্য নান প্রদেশের লুও ইয়াং শহরের মেং চিন অঞ্চলের পিং ল্য উপজেলায় অবস্থিত চাং পান প্রাথমিক স্কুল। এ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২০০। গ্রামটি বেশ ছোট, তাই স্কুলটিও ছোট। তবে এখানে থেকে বেশ কয়েকটি নারী ফুটবল দলের জন্ম হয়েছে। গত ৬ বছরে স্কুলের নারী ফুটবল দল ১৫টিরও বেশি জেলা পর্যায়ের চ্যাম্পিয়নশিপ জিতেছে।
গ্রামের শিশুদের নিয়ে গঠিত ফুটবল দলগুলো নিজেদের তৈরি সরঞ্জামের ওপর নির্ভর করে কঠোর প্রশিক্ষণ নেওয়ার পর তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করছে। চারটি দলের সদস্যদের মধ্যে ৫ জন দেশের প্রথম শ্রেণির খেলোয়াড়ের সার্টিফিকেট এবং ৭ জন দেশের দ্বিতীয় শ্রেণির খেলোয়াড়ের সার্টিফিকেট লাভ করেছে। এর মধ্যে একজন চীনের ফুটবল সমিতির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে অংশ নিতে পারছে। আজকের অনুষ্ঠানে আমরা তাদের গল্প শুনবো।
এই শীত মৌসুমে লুও ইয়াংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। চাং পান প্রাথমিক স্কুলের ১০ জন নারী ফুটবল সদস্য চরম শীতে প্রশিক্ষণ নিতে শুরু করেছে। গত বছরের আগস্টে তারা মেং চিন অঞ্চলের পক্ষ থেকে লুও ইয়াং শহরের তরুণ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের ম্যাচে অংশ নেয় এবং চ্যাম্পিয়নশিপ লাভ করে। এর মধ্য দিয়ে তারা এ টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে।
ম্যাচের জন্য প্রস্তুতি নিতে তারা প্রতিদিন বিকেলে দেড় ঘন্টা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সপ্তাহান্তে শক্তি ও সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ নেয়। স্কুলের প্রধান সোং হাই বো মনে করেন, তাদের প্রশিক্ষণ আরও জোরদার করতে হবে।
রাতের পর্দা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমে গেছে। স্কুলের বাতিগুলোতে ফুটবল মাঠ উজ্জ্বল দেখাচ্ছে। শিশুরা তখনো মাঠে। তারা কঠোর প্রশিক্ষণ নিয়ে চলেছে।
২০১৬ সালে ক্যাম্পাস-ফুটবল নিয়ে প্রচারণা চালানো হয়। তাই ফুটবল-খেলা অধিকতর জনপ্রিয় হয়েছে। ২০১৭ সালের মে মাসে চাং পান প্রাথমিক স্কুলে প্রথম ফুটবল দল প্রতিষ্ঠিত হয়। ওই বছর মাত্র ৫ মাসের প্রশিক্ষণের পর চাং পান প্রাথমিক স্কুলের ফুটবল দল বিভিন্ন দলকে পরাজিত করে মেং চিন জেলা চ্যাম্পিয়নশিপ জেতে।
স্কুলের প্রধান সোং হাই বো বলেন, “প্রথম চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কঠোর প্রশিক্ষণের ফলে এ মর্যাদা লাভ করি আমরা। কয়েক মাস ধরে প্রশিক্ষণের পর আমরা দেখতে পাই যে, ফুটবল গ্রামীণ শিক্ষার্থীদের ভাগ্য বদলে দিচ্ছে।”
গত ৬ বছরে চাং পান প্রাথমিক স্কুলের নারী ফুটবল দল ধীরে ধীরে বড় হয়েছে। প্রশিক্ষণের জন্য নির্বাচিত সদস্যের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। তারা ১৫টি জেলা পর্যায়ের চ্যাম্পিয়নশিপ জিতেছে। গ্রামীণ স্কুলে ফুটবলের উন্নয়ন শহরের চেয়ে অনেক কঠিন। গ্রামীণ স্কুলে ফুটবল প্রশিক্ষণ দুর্বল। অবকাঠামো ও পেশাদার কোচের অভাব সেখানে। একটি ভালো মাঠ শিশুদের কষ্ট কমাতে পারে। শিশুদের মা-বাবারা অনেক সময় তাদের সন্তানদের ফুটবল খেলা সমর্থন করে না। সোং হাই বো বলেন, “মা-বাবাকে বোঝানো খুব কঠিন কাজ। ফুটবল দল প্রতিষ্ঠার প্রথম দিকে অনেক মা-বাবা চিন্তিত ছিলেন যে, ফুটবল খেললে শিশুদের লেখাপড়া ব্যাহত হবে।”
তাদেরকে চিন্তা দূর করতে চাং পান প্রাথমিক স্কুল ছুটির সময় ফুটবল দলের সদস্যদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে। ফলে ফুটবল দলের সদস্যরা লেখাপড়া পিছিয়ে পড়েনি। তাই ধীরে ধীরে আরও বেশি শিশু ফুটবল দলে যোগ দেয়।
সোং হাই বো বলেন, চাং পান প্রাথমিক স্কুলের শিশুরা শখের ফুটবল দিয়ে জীবনের আরেকটি বিকল্প সুযোগ তৈরি করেছে।