‘গল্প লেখার মানুষ’
2024-03-20 10:03:54

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লেই চিয়া-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লেই চিয়া, ১৯৭৯ সালের ১৯ অক্টোবর চীনের হু নান প্রদেশের ই ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৩ সালে লেই চিয়া তৃতীয় চীনা গোল্ডেন বেল পুরস্কার প্রতিযোগিতার স্বর্ণপদক লাভ করেন।

২০০৪ সালে লেই চিয়া ১১তম চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র যুব কণ্ঠশিল্পীর টিভি প্রতিযোগিতার স্বর্ণপদক পান। ২০০৫ সালে লেই চিয়া প্রথমবারের মত চীনের কেন্দ্রীয় টেলিভিশনের বসন্ত উত্সব গালার মঞ্চে গান পরিবেশন করেন। এরপর থেকে তিনি যথাক্রমে ১৩বার এই মঞ্চে উঠেছেন।

বন্ধুরা, এখন শুনুন লেই চিয়া’র কণ্ঠে ‘গল্প লেখার মানুষ’। গানের কথায় বলা হয়, এই চিঠিটি সেই ব্যক্তির কাছে যিনি গল্পটি লিখেছেন। এই সাধারণ জীবনে সাহসিকতার সাথে কীভাবে যাওয়া যায় সে সম্পর্কে লিখুন। আপনি যে তারার পিছনে তাড়া করেছেন সেগুলো সম্পর্কে লিখুন। আপনি ফিরে এলে কে আপনার জন্য অপেক্ষা করছে? সহযাত্রী, সকাল এবং সন্ধ্যা, আপনি এবং আপনার শহর সম্পর্কে লিখুন । কুয়াশাচ্ছন্ন ফেরির পাশে তোমার কথা লিখি, ভালোবাসার প্রদীপ ধরে। বাতাস এবং বৃষ্টি আপনার সত্যকে পরাজিত করেনি। সরল প্রাণ এবং খালি পায়ে ছুটে চলা যুবকদের কথা লিখুন।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লেই চিয়ার কণ্ঠে ‘দ্বীপের কথা’। গানের কথাগুলো এমন: তিনি বলেন, পুরোনো স্বপ্ন, নতুন আঘাত, ভাঙ্গা কিন্তু সাহসী । সময়ের হাত ধরে রাখার জন্যই সব করা হয়েছে। তিনি বলেন, দ্বীপটি ফুল ও দেয়ালের মতো আকৃতির। আমরা পরস্পর ধাক্কা খেয়েছি, আফসোস, দুঃখজনক ও কঠিন দৈনন্দিন জীবন। আমরা যে শংসাপত্রটি পেয়েছি, তা কেবলমাত্র আমরা জানি। তারা সবাই অনেক ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে গেছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন লেই চিয়ার গান ‘আমার ভালো মা’। গানের কথায় বলা হয়, মা তার ছেলেকে বড় করতে পরিশ্রম করেন। যখন একটি ছেলে হাজার হাজার মাইল ভ্রমণ করে, তখন তার সবচেয়ে বেশি যত্ন নেয় তার মা। এক বছর, দুই বছর, তিন বছর, মা’র চুল সাদা হয়ে যায়। ভালো মা, আমার ভালো মা। আমি এখন তোমাকে আরো শুনি, আমি এখন তোমাকে বেশি শুনি।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম; বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো লেই চিয়া-এর আরেকটি গান, গানের নাম ‘এই জীবনে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লেই চিয়া-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)