মা ইউয়ান কবি
2024-03-20 15:05:25

‘মা ইউয়ান কবি’ চীনের রক ঘরানার নতুন শক্তি। সংগীতদলটি ২০০৭ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়। ইয়ুননানের নতুন প্রজন্মের সংগীতদলগুলোর মধ্যে ‘মা ইউয়ান কবি’ দ্রুত উন্নতি করেছে এবং সংস্কৃতিক জগতে আলোড়ন তুলেছে।

 

২০০৬ সালে থিয়ানচিনে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়, খু কুও বেইজিংয়ে একটি পরিবেশনা দেখার পর সংগীতদল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। পরবর্তী বছরে মা ইউয়ান কবি প্রতিষ্ঠিত হয়। প্রধান গায়ক খু কুও ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে বড় হয়েছেন। সংগীতদল প্রতিষ্ঠার শুরুতে তাদের ঠিকানা ছিল খুনমিং শহরে মা ইউয়ান গ্রাম নামের একটি জায়গা। মা ইউয়ান গ্রামে জীবনযাপনের গতি খুব ধীর, জিনিসপত্রও সস্তা। ১৯৫৯ সালে ইয়ুননান আর্টস ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার পর জায়গাটি একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্কে পরিণত হয়েছে। অনেক সংগীতদল ও শিল্পী সেখানে কাজ করেন। ‘মা ইউয়ান কবি’ সেখান থেকে শুরু করে। প্রথম দিকে তারা কোনো অনুষ্ঠানের শুরুতে পরিবেশনার সুযোগ পেতো।

 

২০১৬ সালের ১৮ এপ্রিল দেড় বছর রেকর্ডিংয়ের পর ‘মা ইউয়ান কবি’ সংগীতদলটির প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এটি তাদের ভক্ত-অনুরাগীদের জন্য শ্রেষ্ঠ উপহার। দেড় বছরের মধ্যে তারা অনেক সহ্য করেছেন। প্রথমবারের মতো স্টুডিও-তে প্রবেশ করা, আগের রেকর্ডিং কোম্পানির সাথে চুক্তি শেষ করা, নতুন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করা, প্রযোজক পরিবর্তন করা......এসবই শুধু অ্যালবামটি সর্বোচ্চ ভালোভাবে করার জন্য। আজকের অনুষ্ঠানে আমি যে প্রথম গান ‘হোমপ্ল্যানেট’ আপনাদের শোনালাম, সেটি এ অ্যালবাম থেকে নেওয়া। এখন আমি সংগীতদলের অন্য একটি গান আপনাদের শোনাতে চাই, গানের নাম ‘তাতামি’। গানটি ২০১৭ সালের ১ এপ্রিলে প্রকাশিত ‘একজন ব্যক্তি যে কথা বলতে পছন্দ করে না’ নামে অ্যালবামে রাখা হয়। প্রধান গায়ক খু কুও গানটির বাণী ও সুর রচনা করেন। ‘তাতামি’ ছিল ১০ বর্গমিটারের ভাড়া রুমে তাঁর লেখা। তখন সে রুমে শুধু একটি তাতামি রাখা যেত। 

 

 “এই স্টেশন মা ইউয়ান” সঙ্গীতদলের একটি গান। গানটি ২০০৮ সালের শেষ নাগাদে রচিত হয়। প্রধান গায়ক খু কুও সংগীতদল করার সঙ্গে সঙ্গে একটি বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করেন। প্রতিদিন তিনি বাসে করে, মা ইউয়ানে ফিরে আসেন। কিন্তু মা ইউয়ানে সংগীতদলটির যথেষ্ট উন্নতি হচ্ছিল না, খু কুওয়ে তাঁর চাকরিতেও সুবিধা করতে পারছিলেন না। ২০০৯ সালের গ্রীষ্মকালে তিনি মা ইউয়ান ত্যাগ করেন। আট বছরের মধ্যে সংগীতদলটির সদস্য পরিবর্তিত হয়, শুধু তিনি দলকে আঁকড়ে থাকেন। ‘মা ইউয়ান কবি’ও অনেক বছর মা ইউয়ানে যায়নি। পরিচিত অনেকেই এলাকা ছেড়ে গেছে, এমনকি আগের পরিবেশনের সুযোগও আর নেই। শুনতে দুঃখ লাগে, তাই না? 

২০২২ সালের ৬ মার্চ ‘মা ইউয়ান কবি’ ‘চোখ বন্ধ করার শব্দ’ নামে একটি অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামে মোট ১০টি গান অন্তর্ভূক্ত করা হয়। এখন আমি অ্যালবাম থেকে বাছাই করা একটি গান আপনাদের শোনাতে চাই, গানের নাম ‘তোমাকে যে উপহার দিচ্ছি তা আমার সবকিছু হতে পারে’।

 

অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে সঙ্গীতদলটির আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘খুনমিং’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। 

   

(প্রেমা/হাশিম)