‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৬২
2024-03-20 16:52:06

                           

                              

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।

 

১. প্রতিবন্ধীদের জন্য সুযোগের দুয়ার খুলেছে উত্তর-পূর্ব চীনের বিশেষ চাকরিমেলা

 

উত্তর-পশ্চিম চীনের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইয়িনছুয়ানে প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের জন্য একটি কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই মেলা একটি বিশেষ নির্বাচন প্রক্রিয়াকে প্রস্তাব করে।

 

এর আগে বিশেষ এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে শহরের কর্মসংস্থান কার্যালয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্মুক্ত প্রায় ৫শ’টি পদসহ ৯৬জন নিয়োগকর্তাকে নির্বাচন করে। 

 


পরিবারের সদস্যদের সঙ্গে আসেন কিছু সংখ্যক। তারা মেলায় নেয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন। একজন প্রতিবন্ধী চাকরিপ্রার্থীর পরিবারের সদস্য ছাও শুয়াই মেলায় পাওয়া বিশেষ সুবিধার কথা বলেন,

‘আমার বোন শ্রবণ প্রতিবন্ধী। আমি ভাবিনি এত বেশি চাকরি পাওয়া যাবে। এখানে প্রত্যেকটি চাকরিই ভালো চাকরি, অত্যধিক শ্রমসাধ্য কাজ নয়, যা আমার বোনের সঙ্গে ভালোভাবে মানানসই।’   

 

কর্মসংস্থান নিশ্চিত করতে সহায়তা করার জন্য নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে এই বছর একশোটি বিশেষ চাকরি মেলা করার পরিকল্পনা করেছে ইয়িনছুয়ান।

 

যারা কর্মসংস্থানের সমস্যায় আছে তাদের বৃত্তিমূলক দক্ষতার উন্নতি এবং প্রশিক্ষণে আরও লক্ষ্যযুক্ত সহায়তা প্রদানের কথা জানান শহরের কর্মসংস্থান কর্তৃপক্ষ।

 

এদিকে, চীনের কর্মসংস্থান স্থিতিশীল রাখতে এবং জনগণের আয় বাড়াতে দেশটি ২০২৪ সালে কর্মসংস্থান-প্রথম নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী, ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন –এনডিআরসি।

এই বছর, চীন শহরাঞ্চলে ১কোটি ২০ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে। এর আগের বছর ছিলো ১ কোটির ২০ লাখের কম। এনডিআরসি-র অধীনে কর্মসংস্থান, আয় বণ্টন ও ভোগ বিভাগের উপ-পরিচালক কোও ছিমিন সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি কর্মসংস্থানের প্রচারে দল এবং সরকারের প্রচেষ্টা, দৃঢ় সংকল্প এবং সুস্পষ্ট নীতি অভিমুখীতার প্রতিফলন ঘটায়। 

কোও জানান, দেশটি পাবলিক ট্রেনিং ভিত্তির সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের প্রচার করবে, লাখ লাখ তরুণদের দক্ষতা প্রশিক্ষণ দেবে এবং বেসরকারি উদ্যোগের কর্মীদের বৃত্তিমূলক দক্ষতা উন্নত করবে।



প্রতিবেদক : রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদক: ফয়সল আব্দুল্লাহ

 

২. চীনে গম নিয়ে গবেষণা করছেন বাংলাদেশি শিক্ষার্থী রিফাত

তরুণদের আগ্রহকে প্রাধান্য দিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও জীবনমুখী করা উচিৎ বলে মনে করেন চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রিফাত।

 

তারুণ্যের অগ্রযাত্রার এই পর্বে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রিফাত চীন আন্তর্জাতিক বেতারকে জানান,কৃষি ক্ষেত্রে চীন ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে। ভবিষ্যতেও কৃষি নিয়ে গবেষণা করে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে অবদান রাখতে চান রিফাত।

 

তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য জনগণকে আগ্রহী করে তোলা, প্রশিক্ষ দেয়া, অর্থায়ন করা, বিষয়ভিত্তিক পড়াশোনার পর কাজের ক্ষেত্রগুলোকে বৃদ্ধি করা, মেধাবীদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করাসহ বাংলাদেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে কিছু বিষয়ের কথা এই শিক্ষার্থী উল্লেখ করেন।

চীনের হ্যানান প্রদেশের চংচৌ বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োক্যামিস্ট্রি বিভাগের পিএচডি রিসার্চ ফেলো মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রিফাত। এর আগে তিনি সিছুয়ান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্লান্ট ব্রিডিং এবং জেনেটিক্সের উপর এম এস সি করেন। 

 

সাক্ষাৎকার গ্রহণ : রওজায়ে জাবিদা ঐশী

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।  

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী 

অডিও সম্পাদনা: রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী