‘বৃষ্টিতে প্রেমিক- প্রেমিকা’
2024-03-19 11:40:27

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং খাই ছিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

হুয়াং খাই ছিন, ১৯৬১ সালের ১৮ নভেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হুংকংয়ের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী এবং একজন গীতিকার। ১৯৮৬ সালে তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

১৯৮৬ সালের অগাস্ট মাসে হুয়াং খাই ছিনের প্রথম অ্যালবাম ‘মুডি’ প্রকাশিত হয়। এই অ্যালবামের অন্যতম গান ‘মর্মাহত প্রেমিকা’ দিয়ে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ১৯৮৯ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘ফল নেই এমন প্রেম’ বাজারে আসে। ১৯৯২ সালে তাঁর প্রতিনিধিত্বকারী গান ‘বৃষ্টিতে প্রেমিকা’ রিলিজ হয়। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর হুয়াং খাই ছিন হংকংয়ে ‘হুয়াং খাই ছিনের ৩৫তম বার্ষিকীতে কনসার্ট’ আয়োজন করেন।

বন্ধুরা, এখন শুনুন হুয়াং খাই ছিনের গান ‘ফল নেই এমন প্রেম’। গানের কথাগুলো এমন: এক কাপ কালো কফি আর আলোর ছায়া, রাত তিনটায় খালি মদের বোতল। কোনো শব্দ নেই। চলুন একসাথে নির্ঘুম রাত দেখি। কিছু অনুভূতি যার কোন ফল নেই। সারা জীবন আমার হৃদয় ধরে রাখা ছাড়া আমার আর কোন উপায় নেই। তোমার ভাগ্যকে মেনে নেওয়ার জন্য এই জীবনকে ব্যবহার করো এবং তোমার সম্পর্কে ভদ্রভাবে চিন্তা করো যদিও আমার উচিত নয়। তবে, আমি এই স্বপ্নটিকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি কি আমাকে বলতে পারো যে সবকিছু ঠিক আছে?

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হুয়াং খাই ছিনের গান ‘আমি জানি তুমি আমাকে ভালোবাসো না’। গানের কথায় বলা হয়, আমি আগেও বলেছি, আমার ফিরে যাওয়া উচিত নয়, আমি কখনই আমার সম্পর্কে সিরিয়াস হওয়ার চেষ্টা করিনি। তুমি আমার মন বারবার মরতে চাও; আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তবুও আমি তোমাকে বলতে চাই পৃথিবীর প্রতিটি কোণে তোমাকে খোঁজ করতে থাকি আমি।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হুয়াং খাই ছিনের গান ‘বৃষ্টিতে প্রেমিক- প্রেমিকা’। গানের কথায় বলা হয়, হারানো স্বপ্নগুলো সাথে নিয়ে যাই। বৃষ্টিতে প্রেমিক-প্রেমিকাদের এসকর্ট উপভোগ করো।  বৃষ্টির পর ঠান্ডা। এটি গতকালের মতোই শক্তিশালী ছিল। একাকী ও বিভ্রান্ত বাতাস। অনুভূতিগুলো এখনো জমেনি। গতকালকে মৃদুভাবে স্মরণ করা যাক।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি হুয়াং খাই ছিনের গাওয়া আরেকটি গান, গানের নাম ‘যদি জীবন অপেক্ষা করে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং খাই ছিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)