সহজ চীনা ভাষা: আমি দেখি
2024-03-19 10:10:01


বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘আমি দেখি।’ এর চীনা ভাষা হল- ‘我看’।বন্ধুরা, এই পাঠের অর্থ জানিয়ে দেওয়ার আগে প্রথমে এর লেখকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তাঁর নাম মু তান, তিনি চীনের বিখ্যাত আধুনিক কবি ও অনুবাদক। তিনি ১৯১৮ সালে থিয়ান চিন শহরে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। সে সময়ে তার কবিতা চীনা আধুনিক কবিতার প্রতিনিধি হিসেবে বিবেচিত হয় এবং কিছু মার্কিন কবির মাধ্যমে তার কবিতাগুলো পশ্চিমা সাহিত্যে পরিচিত হয়। কবিতা লেখার পাশাপাশি মু তান শেলি, বায়রন, ব্লেক, কিটসসহ অনেক বিদেশি কবির লেখা অনুবাদ করেন, আর চীনে তার এসব অনুবাদের ব্যাপক প্রভাব রয়েছে।

আজকের পাঠ হল তু মানের ১৯৩৭ সালে লেখা একটি কবিতা। তখন তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে সাহিত্যে অধ্যয়ন করতেন। যুদ্ধের জন্য ছিংহুয়া বিশ্ববিদ্যালয় বেইজিং থেকে ইয়ুন নান প্রদেশের খুনমিংয়ে স্থানান্তরিত হয়। খুনমিংয়ের দৃশ্য আবহাওয়া বেইজিংয়ের তুলনায় একদম ভিন্ন। সুন্দর ও প্রাণবন্ত প্রাকৃতিক দৃশ্য দেখে মু তান এই কবিতা লিখেছেন। এতে তিনি প্রকৃতিতে প্রবেশ করা ও মিশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মানুষ কবিতা থেকে প্রাণশক্তি ও উত্সাহী জীবন অনুভব করতে পারে।

 

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

看 kàn দেখা 看书kàn shū বই দেখা/পড়া  看电影kàn diàn yǐng  চলচ্চিত্র দেখা  看电视kàn diàn shì টিভি দেখা 我看到你了wǒ kàn dào nǐ le  আমি তোমাকে দেখেছি

晴朗 qíng lǎng রোদ ঝলমলে/মেঘমুক্ত 晴朗的天空qíng lǎng de tiān kōng মেঘমুক্ত দিন  晴朗的春日qíng lǎng de chūn rìরোদ ঝলমলে বসন্তকালীন দিন  晴朗的午后 qíng lǎng de wǔ hòu রৌদ্রোজ্জ্বল বিকেল  今天天气十分晴朗 jīn tiān tiān qì shí fēn qíng lǎng আজ আবহাওয়া খুব উজ্জ্বল

热情 rè qíng উত্সাহী 热情的人 rè qíng de rén উত্সাহী মানুষ 他对生活充满热情 tā duì sheng huó chōng mǎn rè qíng জীবনের প্রতি তিনি খুব উত্সাহী我感受到了他的热情 wǒ gǎn shòu dào le tā de rè qíng আমি তার উত্সাহ অনুভব করেছি

起伏 qǐ fú উত্থান-পতন 树枝随着风起伏 shù zhīshuí zhe fēng qǐ fú ডালপালা বাতাসের সঙ্গে দুলছে 船在湖面上起伏 chuán zài hú miàn shàng qǐ fúহ্রদে নৌকা উত্থান-পতন হচ্ছে  人生就是起起伏伏,不会一帆风顺 rén shēng jiù shìqǐqǐ fú fú, bú huì yì fān fēng shùn জীবন উত্থান-পতনে পূর্ণ, সবকিছু মসৃণ হবে না