সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং চেং লিয়াংয়ের কন্ঠে ‘একপাশে পাহাড় আর আরেকপাশে সমুদ্র’ শীর্ষক গান। ২০০৭ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১১, ২০১২, ২০১৫ সালে তিনি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘জন্মদিনের শুভেচ্ছা’ নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ২)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং চেং লিয়াংয়ের কন্ঠে ‘জন্মদিনের শুভেচ্ছা’ গানটি। ২০১৪ সালে ‘সময় কোথায় চলে গেছে’ গানটি চীনের শ্রেষ্ঠ দশটি গানের পুরস্কার অর্জন করে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গানটির প্রশংসা করেছেন। গানের কথা এমন, ‘বাড়ির বাইরে পুরনো গাছ...। আঙ্গিনায় শুকিয়ে যাওয়া ফুল পুনরায় ফুটেছে। অর্ধেক জীবনে কত কথা বলিনি। তোমার সাদা চুল লুকানো। স্মৃতিতে ছোট পা। সারা জীবন তাকে দিয়েছ, মাত্র একটি ডাকের জন্য ‘বাবা ও মা’। সময় কোথায় চলে গেছে? আজীবন পিতা-মাতার মনে শুধুমাত্র ছেলে ও মেয়ের ভাবনা। সময় কোথায় চলে গেছে...’? আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ৩)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং চেং লিয়াংয়ের কন্ঠে ‘সময় কোথায় চলে গেছে’ নামের গানটি। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। এখন আমি আপনাদেরকে চীনের একটি টিভি সিরিজের থিম সং শোনাতে চাই। গানের শিরোনাম হল ‘স্মৃতিতে সময়’। গেয়েছেন একজন ক্ষুদে শিল্পী। গানটি একটি জাপানি লোকসংগীত অবলম্বনে তৈরি। শিরোনাম হলো ‘লাল ড্রাগনফ্লাই’। ‘স্মৃতিতে সময়’ গানটির কথা এমন, ‘আমার স্মৃতিতে সময় ঘাস-ধূপে ভরপুর। কে তাকে পুরনো জায়গায় রেখে দেয়। বাতাস দোলা দিচ্ছে। যদি তুমি আমার দিকে আসো, তাহলে আমাকে দুঃখ দেয়া হবে। গাছের পাতা ঝাঁকি দিয়ে পড়ে যাবে। তা আমার হৃদয়ে পড়ে যাবে। ভালোবাসা আমার সঙ্গে বড় হবে। আগে উদ্দেশ্যহীন ভ্রমণ করার কথা ছিলো। আকাশ এত উচ্চ। কিন্তু কার কারণে আমি থাকলাম। আমি তার কাছে থাকতে চাই’। তাহলে চলুন এখন শোনা যাক ‘স্মৃতিতে সময়’ গানটি।
(গান ৪)
আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন ‘স্মৃতিতে সময়’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে আরেকটি সুন্দর গান শোনাতে চাই। গেয়েছেন লিন জুন চিয়ে (জেজে লিন)। তিনি ১৯৮১ সালের ২৭ মার্চে সিঙ্গাপুরের একটি যন্ত্রশিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মা’র শিক্ষায় তিনি ৪ বছর বয়স থেকে সংগীত শেখা শুরু করেন। ১৯৯৬ সাল থেকে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কার লাভ করেন। ১৯৯৯ সালে তিনি হাইস্কুলের সময় একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। তিনি অনেক বিখ্যাত কণ্ঠশিল্পীর জন্য গান রচনা করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘জিয়াংনান’ শীর্ষক গান।
(গান ৫)
আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন লিন জুন চিয়ে’র কন্ঠে ‘জিয়াংনান’ শীর্ষক গান। ২০০৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তার সংগীতে আর এন্ড বি, চীনা বৈশিষ্ট্যময় লোকগান ও আধুনিক পপ গানের শৈলী মিশ্রিত হয়েছে। ২০০৪ সাল থেকে তিনি চীনের মূলভূভাগে সংগীত উন্নয়ন করেন এবং অনেক সাফল্য লাভ করেন। এর পরের বছরগুলোতে তিনি চীনের মূলভূভাগ, তাইওয়ান ও হংকং এমনকি যুক্তরাষ্ট্রেও সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। সংগীত ছাড়াও তিনি একজন অভিনেতা। তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘...’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই)