আজকের ‘ঊর্মির বৈঠকখানা’য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মিরাজ আহমেদ। বর্তমান তিনি কুয়াং তুং ফিনান্স অ্যান্ড ইকোনোমিকস্ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে, তিনি মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ডক্টরাল সুপারভাইজার।
ড. মিরাজ ২০১২ সালে চীনের উহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন; ২০১৫ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন, এবং ২০১৭ সালে পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ২০১৮ সালে তিনি ছিংতাও ওসেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০১৯ সালে তিনি কুয়াং তুং ফিনান্স অ্যান্ড ইকোনোমিকস্ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। তিনি ২০১৯ সালে কুয়াং তুং সরকারের পক্ষ থেকে টেলেন্ট কার্ড লাভ করেন। বর্তমানে ইয়ং টেলেন্ট প্রোগ্রাম এ একই বিশ্ব বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। অর্থনীতি এবং সামাজিক বিষয় নিয়ে তার অনেকগুলো গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন সংবামাধ্যমে ও লেখালেখি করেন! চীনা রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নকে গুরুত্বের সঙ্গে দেখেন তিনি। পাশাপাশি, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। চলুন কথা বলি তাঁর সঙ্গে।