ড. মোস্তাক আহমেদের চোখে চীনের দুই অধিবেশন
2024-03-16 19:23:49

সম্প্রতি চীনের জাতীয় গণকংগ্রেস সম্মেলন (এনপিসি) ও গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চতুর্দশ জাতীয় কমিটির দ্বিতীয় অধিবেশন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এ দুই অধিবেশনে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, নতুন মানের উত্পাদন শক্তি, উচ্চ-মানের উন্নয়ন, চীনা-শৈলীর আধুনিকীকরণ, চীনের কূটনীতি ইত্যাদি বিষয় দেশ-বিদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ড. মোস্তাক আহমেদ গালিব বর্তমানে উহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বেল্ট এন্ড রোপ’ গবেষণাকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত জানুয়ারিতে হুবেই প্রাদেশিক দুই অধিবেশনে বিদেশী অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। কাজেই এ সুযোগ কাজে লাগিয়ে তিনি খুব কাছ থেকে চীনের দুই অধিবেশন পর্যবেক্ষণ করতে পেরেছেন। তার অভিজ্ঞতা কেমন? চলুন কথা বলি তার সঙ্গে।