হলুদ ফুলের দেশে
2024-03-15 15:16:19

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: মধ্য ও দক্ষিণ চীন এখন ফুলের রাজ্য। বিশেষ করে তৈলবীজ উৎপাদনকারী কোলে ফুল এবং র‌্যাপসিড ফুল ফুটেছে দিগন্ত বিস্তৃত শস্য ক্ষেত্রে । এই ফুল হাসি ফুটিয়েছে কৃষকদের চেহারায়। কারণ শুধু যে তৈলবীজ উৎপাদন হবে তা নয়, এই ফুলের মনোরম দৃশ্য পর্যটকও আকর্ষণ করছে।

কোলে এবং র‌্যাপসিড ফুলের বাসন্তী শোভার ছবি তুলতে পর্যটকরা আসছেন গ্রামগুলোতে। জমে উঠেছে গ্রামীণ পর্যটন শিল্প। ছোট ছোট হোম স্টেগুলো ভালো ব্যবসা করছে।

দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশের লিউপানশুই সিটির ওয়াইয়াও গ্রামের কোলে ফুলের মাঠে বেড়াতে আসছেন পর্যটকরা। এখানকার স্থানীয় পর্যটনশিল্প চাঙা হয়ে উঠেছে ফুলের সুবাদে।

শান্তা/রহমান