লোহিত সাগরে উত্তেজনা নিরসনে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান চীনের
2024-03-15 15:18:52

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: লোহিত সাগরে উত্তেজনা সৃষ্টির সঙ্গে জড়িত সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখার সময় জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বলেছেন, কোনো দেশ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের ভুল ব্যাখ্যা করতে পারে না এবং জাতিসংঘের অনুমতি ছাড়া ইয়েমেনের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না।

 

কেং বলেন, ‘আমি আবারো বলতে চাই যে নিরাপত্তা পরিষদ কখনোই কোনো দেশকে ইয়েমেনের বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন দেয়নি। কোনো দেশই আন্তর্জাতিক আইন বা নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অপব্যাখ্যা বা অপব্যবহার করতে পারে না। লোহিত সাগরের পরিস্থিতি ইয়েমেনে ক্রমবর্ধমান রাজনৈতিক প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।’

কেং বলেন, লোহিত সাগরের উত্তেজনা যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকায় সংঘাত ছড়িয়ে পড়ার প্রভাবের একটি উল্লেখযোগ্য প্রকাশ। তিনি বলেন, চীন আবারও ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকায় সামরিক অভিযান বন্ধ করার এবং ফিলিস্তিনি জনগণের উপর নির্বিচারে গণশাস্তি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

শান্তা/রহমান