গাজা সংঘাত নিরসনে চীনা কূটনীতিকের ইসরায়েল সফর
2024-03-15 15:19:55

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনা কূটনীতিক ওয়াং খেচিয়ান বৃহস্পতিবার ইসরায়েল সফর করেছেন এবং চলমান গাজা সংঘর্ষ এবং চীন-ইসরায়েল সম্পর্ক নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে।

গাজায় সংঘাত ক্রমশ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ওয়াং মানবিক সহায়তার গ্যারান্টি এবং কার্যকরভাবে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি ব্যাপক যুদ্ধবিরতি এবং শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়ন করতে "দ্বি-রাষ্ট্র সমাধান" এর ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার একটি রাজনৈতিক নিষ্পত্তিরও আহ্বান জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সংঘাতের বিষয়ে ইসরায়েলি পক্ষও তার অবস্থান ও উদ্বেগ প্রকাশ করেছে।

শান্তা/ফয়সল

তথ্য:সিজিটিএন