বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাদি মহম্মদ মৃত্যুবরণ করেছেন
2024-03-14 14:03:51

ঢাকা, মার্চ ১৪, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ মৃত্যুবরণ করেছেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

সাদি মহম্মদ চার দশকের বেশি সময় ধরে সংগীতচর্চা করেছেন। তিনি একজন সুরকারও ছিলেন। তার অসংখ্য রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে।

সাদি মহম্মদ  ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন। ২০১৫ সালে তিনি বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশির’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

সাদি মহম্মদের জন্ম ১৯৫৭ সালের ৪ অক্টোবর। তার বাবা সলিমউল্লাহ মুক্তিযুদ্ধের প্রথম প্রহরের শহীদ বুদ্ধিজীবী।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর ঢাকার মোহাম্মদপুরের জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি বিশিষ্ট নৃত্যশিল্পী শিবলী মহম্মদের ভাই।

শান্তা/রহমান