‘পরিবর্তিত সমুদ্র’
2024-03-14 10:00:03


আজকের অনুষ্ঠানে চীনের একজন গায়ক ও প্রযোজক সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম মান চিয়াং। তিনি আকর্ষণীয় কণ্ঠ ও সুন্দর চেহারার জন্য পরিচিত। শুরুতে তিনি প্রধানত পপ গান গান, পরে রক, ইলেকট্রনিক এবং চীনা বৈশিষ্ট্যময়সহ বিভিন্ন শৈলীর গান গেয়েছেন। ২০০০ সালের দিকে তিনি চীনের মূলভূখণ্ডে জনপ্রিয় গায়কদের একজন ছিলেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন মান চিয়াংয়ের একটি সুন্দর গান ‘তুমি বসন্ত বাতাস, আমি বৃষ্টি’।গান ১

               

মান চিয়াং ১৯৭৩ সালে চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার অনেক শখ ছিল: সংগীত, চিত্রকলা, ফুটবল, গিটার......তবে তিনি খুব দুষ্টু, এ কাজ বেশি সময় করতে পারতেন না।

শুধু গান গাওয়ার ব্যাপারে তিনি অবিচল থেকেছেন। স্কুল থেকে স্নাতক হাওয়ার পর তিনি বারে গান গাইতেন। একবার এক বন্ধুর সুপারিশে তিনি সনি সংগীত কোম্পানিতে সাক্ষাত্কারের সুযোগ পেয়েছেন, আর তিনি পাস করেছেন। ১৯৯৮ সালে মান চিয়াং তার প্রথম গান ‘তোমাকে যেতে চাই না’ প্রকাশ করেন। গানটি তিনি তার দাদীর জন্য গেয়েছেন। এর মাধ্যমে শুরু করেন তার গায়ক জীবন। বন্ধুরা, এখন শুনুন তার এই সুন্দর গান ‘তোমাকে যেতে দিতে চাই না’।গান ২

 

১৯৯৮ সালের জুন মাসে মান চিয়াংয়ের প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘পরিবর্তিত সমুদ্র’ মুক্তি পায়। তার সুন্দর চেহারা ও আকর্ষণীয় কণ্ঠ দ্রুত অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। মাত্র একটি অ্যালবাম প্রকাশের পর তিনি অনেক জনপ্রিয় হয়েছে। ২০০০ সালে মান চিয়াং চীনের সবচেয়ে প্রভাবশালী সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উত্সব গালায় পারফর্ম করার আমন্ত্রণ পান। এই অনুষ্ঠানের মাধ্যমে মান চিয়াংয়ের পরিচিত হন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো মান চিয়াংয়ের একটি জনপ্রিয় গান ‘পরিবর্তিত সমুদ্র’।গান ৩

 

২০০০ সালে প্রথমবারের মত বসন্ত উত্সব গালায় পারফর্ম করার পর মান চিয়াং টানা কয়েক বছর ধরে এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন, এবং প্রায় এক বছর এক নতুন অ্যালবামের গতিতে নতুন গান প্রকাশ করেন। ২০০৫ সালে তার অ্যালবাম ‘প্রায়’ চীনের মূলভূখণ্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের পুরস্কার জয় করেন তার গান ‘বাঁধ’ও বার্ষিক জনপ্রিয় গান হয়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো মান চিয়াংয়ের জনপ্রিয় গান ‘প্রায়’।গান ৪

 

খুব জনপ্রিয় হলেও মান চিয়াং সংগীত জীবনের শিখরে গিয়ে অবসর নেন। তিনি মনে করেন, জনপ্রিয়তা প্রকৃত সাফল্য নয়। অতিরিক্ত পারফরমেন্স ও কাজের জন্য তিনি ভালোভাবে সংগীত রচনা করতে পারেন না। তাই তিনি অবসর নিয়ে পেইন্টিং, ক্যালিগ্রাফি, ঐতিহ্যবাহী চীনা ওষুধসহ তার বিভিন্ন আগ্রহী বিষয় শিখেছেন। যা সংগীতের সঙ্গে সরাসরি সম্পর্কহীন। তবে তার সংগীত রচনার সমৃদ্ধ অভিজ্ঞতা ও অনুপ্রেরণা আছে। ৬ বছর অবসর পর ২০১৬ সালে মান চিয়াং নতুন গান নিয়ে আবার সবার সামনে হাজির হন। বন্ধুরা, এখন শুনুন তার সুন্দর গান ‘ফিরে আসা’।গান ৫

 

২০১৭ সালে মান চিয়াং তার নতুন অ্যালবাম ‘এক শীতকালের দিন’ প্রকাশ করেন। গানের সুর ও কথা লেখার পাশাপাশি তিনি প্রযোজকের কাজও করেছেন। তার আগের গানগুলোর চেয়ে এখন তার গানের শৈলী আরো বৈচিত্র্যময়, গানগুলোতে প্রকাশিত ধারণাও বেশ গভীর। এসব গানের মাধ্যমে তিনি বিগত কয়েক বছরে জীবনের প্রতি তার চিন্তাভাবনা সবার সঙ্গে শেয়ার করেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো অ্যালবামে তার একটি জনপ্রিয় গান ‘একটি শীতকালীন দিন’।গান ৬

 

এখন ৫০ বছর বয়স হলেও মান চিয়াং চীনা সংগীত মহলে খুব সক্রিয় ও জনপ্রিয় একজন গায়ক। তার ‘সংগীতের স্বর্ণযুগ’ ছিল, তবে তার নিজের কথামতো তিনি এখন তার নতুন ‘সংগীতের স্বর্ণযুগ’ সৃষ্টি করছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে মান চিয়াংয়ের আরেকটি সুন্দর গান ‘পাখি’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।