বৃদ্ধি পেয়েছে গ্রেটার বে অঞ্চলের বাণিজ্য
2024-03-13 18:47:12

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে চীনের কুয়াংতো-হংকং-মাকাও গ্রেটার বে অঞ্চলের নয়টি অভ্যন্তরীণ শহরের বাণিজ্য। ২০২৪ সালের প্রথম দুই মাসে এসব অঞ্চলে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ২৯ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৬ শতাংশ বেশি। প্রদেশের কাস্টম বিভাগ থেকে সম্প্রতি এসব তথ্য জানানো হয়েছে।

 

এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কুয়াংতোং প্রদেশের মোট আমদানি ও রপ্তানির ৯৫ দশমিক ৬ শতাংশই এই নয়টি শহরের। গ্রেটার বে এরিয়ার অর্থনীতির জন্য এটি ইতিবাচক। কেননা অভ্যন্তরীণ শহরগুলোর বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

 

২০২৪ সালের প্রথম দুই মাসে এই নয়টি শহরের রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, এই সময়ের মধ্যে আমদানি ২০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি রপ্তানিকৃত পণ্যগুলো হলো- হোম অ্যাপ্লায়েন্স, ইন্টিগ্রেটেড সার্কিট, কন্টেইনার এবং জাহাজ।

 

এই বৃদ্ধি সম্ভব হয়েছে মূলত গ্রেটার বে এরিয়ার উন্নত পরিবহন অবকাঠামোর কারণে। এই অঞ্চলে বেশ কয়েকটি প্রধান মহাসড়ক, বিমানবন্দর এবং সমুদ্রবন্দর রয়েছে যা ব্যবসা-বাণিজ্যের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করেছে।

 

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি