চলতি বছরের মূলকাজগুলোর আলোচনা ও অনুমোদন দিয়েছে চীনের স্টেট কাউন্সিল
2024-03-13 18:46:12

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে মঙ্গলবার দেশের স্টেট কাউন্সিল একটি কার্যনির্বাহী বৈঠকে ২০২৪ সালের মূল কাজগুলো আলোচনা করেছে ও অনুমোদন দিয়েছে।

বৈঠকে চীনের শস্য উৎপাদন বৃদ্ধি এবং মান উন্নয়নের মাধ্যমে উচ্চমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি সহজতর করার জন্য নির্দেশিকা অনুমোদন করা হয়েছে।

সভায় বাধ্যতামূলক শিক্ষার উচ্চ-মানের ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে একটি প্রতিবেদন শোনা হয়।  পেনশন সংক্রান্ত বিধিবিধান এবং মৃত চাকরিজীবীদের পরিবার বা প্রতিবন্ধী চাকরিজীবীদের জন্য প্রদত্ত অগ্রাধিকারগুলো পর্যালোচনা ও গৃহীত হয়।

লি জোর দিয়ে বলেন, ১৪তম  ন্যাশনাল পিপলস কংগ্রেস, জাতীয় আইনসভার দ্বিতীয় অধিবেশনে প্রদত্ত সরকারের কাজের প্রতিবেদনে এই বছরের জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য এবং কাজগুলো নির্ধারণ করা হয়েছে এবং বাস্তবায়নের জন্য বিস্তারিত ব্যবস্থা এবং নীতিগুলো ম্যাপ করার জন্য আরও অনেক কিছু করা উচিত।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা রক্ষা করা একটি সর্বোচ্চ অগ্রাধিকার এবং উচ্চ-মানের কৃষিজমি নির্মাণ ও বীজ শিল্পের পুনরুজ্জীবনের মতো বড় প্রকল্পগুলোকে সহজতর করার জন্য প্রচেষ্টা করা উচিত।পাশাপাশি শিল্পখাতের উন্নয়নেও গুরুত্ব দেন লি ছিয়াং।

শান্তা/রহমান