প্রাচীন বৌদ্ধ মন্দির আবিষ্কার
2024-03-13 18:50:09

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের শানসি প্রদেশের ডাথোং সিটির ফিংছেং জেলায় একটি প্রাচীন বৌদ্ধ মন্দির আবিষ্কৃত হয়েছে। মন্দিরটি উত্তর ওয়েই রাজবংশের(৩৮৬-৫৩৪ খ্রিস্টাব্দ) সময়কার।

প্রাদেশিক প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট বলেছে যে এটি একটি সরকারী মন্দির বা রাজকীয় মন্দির ছিল বলে মনে হয়।, প্রাচীন মন্দিরটি উত্তর ওয়েই রাজবংশের প্রাসাদের ধ্বংসাবশেষ থেকে প্রায় ৩০০মিটার দূরে অবস্থিত, যার কেন্দ্রে একটি প্যাগোডা রয়েছে।

গবেষকরা প্যাগোডার ভিত্তিভূমির মাঝখানে মুক্তা, প্রবালের গহনা এবং পিতলের আংটিসহ একটি বর্গাকার গর্ত খুঁজে পেয়েছেন। প্যাগোডার ভিতরে ২০০ টিরও বেশি সুসংরক্ষিত বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে। কিছু মূর্তি আঁকা ছিল আবার কিছু সোনার রাংতা দিয়ে সাজানো ছিল।

এই মন্দিরটি ডাথোং এ পাওয়া গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। এই আবিষ্কার থেকে উত্তর ওয়েই রাজবংশের সময়কার ইতিহাস বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাবে।

শান্তা/রহমান