চীনের দুই অধিবেশনের ‘মুল শব্দ’
2024-03-13 13:38:21

গত ৪ ও ৫ মার্চ যথাক্রমে শুরু হয় চীনের চতুর্দশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি এবং জাতীয় গণকংগ্রেস-এনপিসি’র সম্মেলন। এ দুটি সম্মেলনেক দুই অধিবেশন বলা হয়।

স্যু ইউন ফেই চীনের বড় অর্থনৈতিক প্রদেশ চিয়াং সু’র একটি সিমেন্ট কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি এবং এনপিসির একজন সদস্য। বেইজিংয়ে অনুষ্ঠিত  জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলনে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কিমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও  কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং  চিয়াং সু প্রতিনিধি দলের সঙ্গে সরকারি কার্যবিবরণী নিয়ে পর্যালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘গুণগতমান উন্নয়ন’ এখন চীনের প্রধান কর্তব্য এবং একে কেন্দ্র করে স্থানীয় অবস্থা অনুযায়ী ‘নতুন মানের উত্পাদন শক্তি’ উন্নয়ন করা যায়। নতুন দফা বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লব ও শিল্প সংস্কারের পর্যায়ে আমাদের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে উদ্ভাবন জোরদার করা, নতুন শিল্প এগিয়ে নেওয়া, সবার আগে ভবিষ্যতের শিল্প বিন্যাস করা এবং আধুনিক শিল্প ব্যবস্থা সুসম্পন্ন করা।’

প্রেসিডেন্ট সি বলেন, নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়ন মানে ঐতিহ্যবাহী শিল্প অবহেলা করা বা পরিত্যাগ করা নয়।  স্থানীয় সম্পদ, শিল্পের ভিত্তি, গবেষণার ফলাফল অনুযায়ী নতুন শিল্প, নতুন পদ্ধতি ও নতুন চালিকাশক্তি বেছে নেয়া যায় এবং তা উন্নয়ন করা যায়। নতুন প্রযুক্তি দিয়ে ঐতিহ্যবাহী শিল্পকে রূপান্তর ও উন্নয়ন করা যায়। শিল্পকে উচ্চ পর্যায়ে স্মার্ট ও সবুজ শিল্পে রূপান্তর করা যায়।

চিয়াংসু প্রতিনিধি দলের সদস্যের বক্তব্য শোনার পর প্রেসিডেন্ট সি সরকারি কার্যবিবরণীর বিষয় এবং অর্থনীতি ও সমাজ উন্নয়নে চিয়াং সু প্রদেশের অবদানের স্বীকৃতি দেন এবং সবাইকে আরও আস্থাবান হয়ে কাজ করতে উত্সাহ দেন। তিনি জোর দিয়ে বলেন যে নতুন মান উত্পাদন শক্তি উন্নয়নের জন্য চিয়াং সু প্রদেশের সুবিধা ও দক্ষতা আছে। চিয়াং সুকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্পের নবায়নকে গভীরভাবে যুক্ত করে ঐতিহ্যবাহী শিল্পের উন্নত অবস্থান সুসংবদ্ধ করার পাশাপাশি বিশ্বে প্রতিদ্বন্দ্বিতামূলক কৌশলগত উদীয়মান শিল্প ক্লাস্টার তৈরি করা এবং প্রদেশকে নতুন মানের উত্পাদন শক্তির গুরুত্বপূর্ণ  অগ্রবর্তী অবস্থান গড়ে তোলার নির্দেশনা দেন প্রেসিডেন্ট সি।

এ প্রসঙ্গে স্যু ইউন ফেই বলেন, নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়ন নতুন যুগের প্রবাহ হতে পারে এবং এতে অংশগ্রহণ করা হল ঐতিহ্যিবাহী শিল্পে উচ্চমানের উন্নয়ন বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি।

প্রেসিডেন্ট সির কথা শুনে স্যু ইউন ফেই বলেন, সিমেন্ট হল উত্পাদন ও নির্মাণের জন্য অপরিহার্য ও গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। সিমেন্টও সাধারণ সম্পদ এবং জ্বালানি খরচকারী একটি শিল্প। তাই এ শিল্পের সবুজায়ন ও আধুনিকায়ন বাস্তাবয়নের পদ্ধতি নিয়ে তারা সবসময় চিন্তাভাবনা করছেন।

 

গত বছরের সেপ্টেম্বর মাসে, চিন ফেং সিমেন্ট কোম্পানির ৪০ কিলোমিটার  উপাদান পরিবহন সবুজ করিডোর চালু হয়। ৫০০টি ভারি ট্রাকের বদলে এখন এ করিডোরে উপাদান পরিবহন করা হয়। তার মানে সড়কে ৩৩ লাখ বার ট্রাক চলাচল কমেছে।

 

সবুজ করিডোরের উপর ফটোভোলটাইক প্যানেল। তা পরিবহনের বিদ্যুতের চাহিদা পূরণ করার পাশাপাশি কারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে পারে।

 

বৈদ্যুতিক রোবট বুদ্ধিমত্তার সাথে কাঁচামাল পরিবহনের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কেন্দ্র, যা রিয়েল-টাইম ডেটা প্রতিক্রিয়া, স্ক্রিন পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয়ভাবে পরিদর্শন করতে পারে।

বর্তমানে  চীনের সিমেন্ট শিল্পে অতিরিক্ত ক্ষমতা বৃদ্ধি, কম শিল্প ঘনত্ব, কর্পোরেট দক্ষতা হ্রাস, এবং দুর্বল প্রযুক্তিগত উদ্ভাবনসহ নানা সমস্যার মুখে রয়েছে। স্যু ইউন ফেইর মতে সিমেন্ট শিল্পের সবুজ ও নিম্ন কার্বন এবং নিরাপদ উচ্চমানের উত্পাদন বাস্তবায়ন এবং দুর্বল উৎপাদন ক্ষমতা দূরীকরণ হবে শিল্প সংস্কারের চাবিকাঠি।

২০১৬ সালে চিয়াং সু প্রদেশে চালু হয় পরিবেশ সংরক্ষণের নতুন নিয়ম এবং সারা দেশে তিনটি বেসরকারি সিমেন্ট কারখানা ছাড়া সব বন্ধ করে দেয়া হয়।  এ তিনটি কোম্পানির  উপর দূষণকারী নির্গমনের রিয়েল-টাইম পর্যবেক্ষণ চালু হয়। এমন প্রেক্ষাপটে চিন ফেং সিমেন্ট কোম্পানিও সবুজ ও নিম্ন কার্বন ক্ষেত্র উন্নয়নে বিনিয়োগ বাড়ায়।

স্যু  ইউন ফেই বলেন, ডিজিটাল ক্ষমতায়ন ও সবুজ স্মার্ট কোম্পানি রূপান্তরের গুরুত্বপূর্ণ পদ্ধতি। ২০২১ সাল থেকে  কোম্পানিতে  এ পদ্ধতি

চালু হয়। বর্তমানে কাঁচামাল, পরিবহন ও উত্পাদন পর্যন্ত গোটা প্রক্রিয়ার জন্য স্মার্ট ও সবুজ উত্পাদন লাইনের নির্মাণ কাজ চলছে। তা নির্মিত হলে উত্পাদনের দক্ষতা আরও বৃদ্ধি পাবে। খনি খনন, পরিবহন ও উত্পাদন সব রোবট দিয়ে করা যায়। স্যু ইউন ফেই মনে করেন, এটিও নতুন মানের উত্পাদন শক্তি দিয়ে ঐতিহ্যবাহী শিল্পকে রূপান্তরের একটি উদাহরণ।

দক্ষিণ পূর্ব চীনের বড় অর্থনৈতিক প্রদেশ হিসেবে ২০২৩ সালে চিয়াং সুর জিডিপি ছিল ১ হাজার ২৮২ ট্রিলিয়ন ইউয়ান। এর মধ্যে বেসরকারি অর্থনীতির অবদান প্রায় ৬০ শতাংশ। স্যু ইউন ফেই বলেন, চলতি বছরের সরকারি কার্যবিরণীতে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, ব্যক্তিগত কোম্পানি এবং বিদেশী-অর্থায়নের কোম্পানিসহ আধুনিকায়নে গুরুত্বপূর্ণ শক্তি এবং নানা কোম্পানির জন্য ন্যায্য প্রতিদ্বন্দ্বিতা ও উন্নয়নের ভাল পরিবেশ তৈরি করা যায়। একটি ব্যক্তিগত কোম্পানি থেকে আসা এনপিসির প্রতিনিধি ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদি।(শিশির/হাসিম/লিলি)