‘অপরিচিত হয়েছি আমরা’
2024-03-13 19:40:53

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিন লিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়াং সিন লিং, ১৯৮২ সালের ৫ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের সিনজু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের একজন নারী কণ্ঠশিল্পী ও অভিনেত্রী।

২০০৪ সালের মার্চ মাসে ওয়াং সিন লিং-এর দ্বিতীয় অ্যালবাম ‘তোমাকে ভালোবাসি’ বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে ‘তোমাকে ভালোবাসি’, ‘প্রথমবারের মতো ভালোবাসার মানুষ’সহ দশটি প্রেমের গান। এই অ্যালবাম তাইওয়ান প্রদেশে বিক্রি হয়েছে ২ লক্ষাধিক কপি। সেবছরের জুন মাসে সংগীত কোম্পানি ৬০ লাখ ইউয়ান ব্যয় করে ওয়াং সিন লিং-এর জন্য প্রথম কনসার্ট আয়োজন করে।

বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিন লিং-এর কণ্ঠে ‘অপরিচিত হয়েছি আমরা’। গানের কথায় বলা হয়, যেহেতু তুমি ব্রেক-আপ করতে চাও, তাই আমার আর ধরে রাখার কোন কারণ নেই। আমি যথেষ্ট ভালো নই। আমি দুঃখিত। আমি এটা অস্বীকার করি না। সময়ের সাথে সাথে স্মৃতি ঝাপসা হয়ে আসে। আমাদের প্রেম এত শক্তিশালী নয়।  আমি তোমার সম্পর্কে খুব কঠিন চিন্তা কিন্তু সব সত্য। পুরো পৃথিবী থমকে গেল। আমি সত্যিই তোমাকে হারিয়েছি। খারাপ লাগছে না কেন? এটা কিভাবে হতে পারে? আমরা দু’জন অচেনা হতে চলেছি।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিন লিং-এর গান ‘ছোট ছোট তারা’। গানের কথায় বলা হয়, শহরের ছোট তারা, বিক্ষিপ্ত চকচকে। অত্যধিক আলো তাদের সিলুয়েট খেয়ে ফেলে। ঠিক যেমন আমি তোমার প্রেমে পড়েছি। আলোর সাগরে লুকিয়ে আছে। তোমার চোখে, তুমি কেবল কোলাহলপূর্ণ রাতের দৃশ্য দেখতে পারো।  তোমার আড়ালে আমার ভালোবাসা লুকিয়ে আছে। ছোট কিন্তু দৃঢ় নক্ষত্রের মতো। যখন অন্ধকার হবে, আমি দূর থেকে তোমার সাথে থাকবো।

আচ্ছা, শুনুন এই সুন্দর গানটি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিন লিং-এর গান ‘ঘুমন্ত বন’। গানের কথায় বলা হয়, আমি বিশ্বাস করি প্রেমের নিজস্ব ব্যবস্থা আছে। আমার সৌন্দর্য প্রস্ফুটিত হয়।  আমি বিশ্বাস করি প্রেমের নিজস্ব ব্যবস্থা আছে। আমার সৌন্দর্য  প্রস্ফুটিত হয়।  পতনশীল তারা, আলো ও সুর আনে। পুরো ফুল ঋতু খাওয়ান, ঘুমন্ত অরণ্যকে জাগাও। কে আমার হৃদয় খুলতে পারে। ভালোবাসা কখনো প্রশ্ন নয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ওয়াং সিন লিং-এর আরেকটি গান, গানের নাম ‘আমি ভালো আছি, তুমি?’। আশা করি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিন লিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)