চীনা মোবাইলফোন নবায়নের রহস্য কী?
2024-03-13 15:15:58

চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং চলতি বছরের দুই অধিবেশনে উচ্চমানের উন্নয়নকে প্রধান কর্তব্য  হিসেবে নির্ধারণ করে  নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়নের নির্দেশনা দিয়েছেন।

 

চীনে মোবাইলফোনের দোকানে ঢুকলে দেখা যায়, অনেক মানুষ নতুন ফোন কিনতে আসেন। পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের চীনা ব্র্যান্ডের মোবাইলফোন বিক্রি হয়ছে ২৩.১ কোটি। তার মানে চীনে বিক্রি ১০টি ফোনের মধ্যে ৮টি চীনা ব্র্যান্ডের। বিশেষ করে ভাঁজযোগ্য ফোন তরুণ-তরুণীদের মধ্যে বেশি জনপ্রিয়।

 

গেল কয়েক বছরে ভাঁজযোগ্য ফোন বিক্রির পরিমাণ দ্রুত বাড়ছে এবং প্রধান মোবাইলফোন নির্মাতা  নিজ নিজের ভাঁজযোগ্য ফোন  উপহার করে। ২০১৯ সাল থেকে ভাঁজযোগ্য ফোনের প্রযুক্তিও অনেক উন্নত হয়েছে। পাতলা এবং হালকা নতুন ভাঁজযোগ্য ফোনের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। ৫ বছর ধরে ভাঁজযোগ্য ফোনের পুরুত্ব ১৭ মিলিমিটার থেকে ৯.৯ মিলিমিটারে কমে এসেছে।

 

চীনের শেনচেন শহরের পিং শান এলাকায় একটি ১৫০ মিটার লম্বা স্মার্ট উত্পাদন লাইনে প্রতি ২৮.৫ সেকেন্ডে একটি নতুন স্মার্ট ফোন উত্পাদিত হয়। ২০২৩ সালে এখানে ১০ লাখের বেশিটি ভাঁজযোগ্য ফোন তৈরি করা হয় এবং পরে বিশ্বের ১০০টির বেশি দেশে পাঠানো হয়।

 

চু চিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে একটি ফোনের ৯৫ শতাংশ যন্ত্রাংশ ১ ঘন্টার মধ্যে আশেপাশে জায়গা থেকে পাওয়া যায়। সাধারণ ফোনের তুলনায় ভাঁজ করা মোবাইল ফোনের স্ক্রিন  এবং শরীরের ভিতরে ডিভাইস স্ট্যাকিংয়ের জন্য  উচ্চতর মানের প্রযুক্তি প্রয়োজন। ভাঁজযোগ্য ফোনের পুরুত্ব ০.১ মিলিমিটার কম হলেও গবেষণা ও উত্পাদন দক্ষতার জন্য বড় চ্যালেঞ্জ হবে।

 

শেন চেন ও চুচিাং নদী বদ্বীপ অঞ্চলে রয়েছে সম্পূর্ণ শিল্প চেন এবং এ চেনে থাকা প্রতিটি কোম্পানির চাহিদা একই চেনে উপরে ও নিচে থাকা কোম্পানির জন্য যেমন চ্যালেঞ্জ তেমন সুযোগ। যেমন ভাঁজযোগ্য ফোনের জন্য হালকা ও পাতলা ব্যাটারি তৈরি করা একটি সমস্যা।

 

 একটি ব্যাটারি কোম্পানির মোবাইলফোন বিভাগের দায়িত্বশীল ব্যক্তি স্যু ইউয়ু চিয়াং জানিয়েছেন, ব্যাটারি নির্মাতা হিসেবে আমরা আসলে প্রধান মোবাইলফোন কোম্পানির সঙ্গে সহযোগিতা করতে চাই। তারা আমাদের নতুন প্রযুক্তি পরীক্ষা করতে পারে এবং কাজে লাগাতে পারে। না হলে আমাদের নতুন প্রযুক্তি ৫ এমনকি ১০ বছরে মধ্যে ফোন তৈরিতে কাজে লাগতে পারবে না।

 

 এ কোম্পানিটি ব্যাটারির অনেক নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে, তবে মোবাইলফোন কোম্পানির সহযোগিতা না পেলে তাদের প্রযুক্তি বাজারে আসতে পারে না। ৯.৯  মিলিমিটার  ভাঁজযোগ্য ফোন তাদেরকে সে সুযোগ দিয়েছে। তারা মোবাইলফোন কোম্পানির সঙ্গে সহযোগিতা করে ২.৭২ মিলিমিটার ব্যাটারি তৈরি করেছে। এমন সহযোগিতায় এক দিকে মোবাইলফোন নির্মাতা প্রযুক্তির বাধা অতিক্রম করে অন্য দিকে ব্যাটারি কোম্পানি নতুন উন্নয়নের চালিকাশক্তি পায়।

 

শুধু ব্যাটারি নয় ভাঁজযোগ্য ফোনের স্ক্রিন, কব্জা এবং শ্যাফ্ট কভারসহ মূল উপাদান মোবাইল ফোন নির্মাতা এবং স্থানীয় আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম শিল্প চেইন কোম্পানির সঙ্গে সহযোগিতার মাধ্যমে তৈরি করা হয়।

২০২৩ সালে শেন চেন শহরের জিডিপি ছিল ৩.৪৬ ট্রিলিয়ন ইউয়ান, যা ২০২২ সালের তুলনায় ৬ শতাংশ বেশি। এর মধ্যে পিং শান এলাকার জিডিপি বৃদ্ধি হার ১৮ শতাংশ তা শেন চেনে সবচেয়ে বেশি। এখানে শিল্প চেইনের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(শিশির/হাশিম/লিলি)