‘বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন’
2024-03-13 18:43:36

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক নিরপেক্ষতা ও ন্যায়বিচার দৃঢ়ভাবে রক্ষা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।

 

গতকাল বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে বক্তৃতা প্রদান কালে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সহযোগিতার বৃদ্ধির কথা জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দেশটির এমন আগ্রহের কথা জানান।

 

অনুষ্ঠানে বাংলাদেশসহ ৫টি দেশের কূটনৈতিক প্রশিক্ষণার্থী এবং এফএসএর মহাপরিচালক মো. ইকবাল হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বর্তমানে চীন ও বাংলাদেশ উভয় দেশই উন্নয়ন ও পুনর্জাগরণের ভেতর দিয়ে যাচ্ছে। দু’দেশই দ্রুত বিকশিত হচ্ছে, দীর্ঘস্থায়ী সামাজিক স্থিতিশীলতা বজায় রেখেছে এবং একটি দৃঢ় নেতৃত্বের সুফল ভোগ করছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মুখোমুখি হয়েও চীন ক্রমাগত চীনা আধুনিকীকরণকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিস্থাপকতা বজায় রেখেছে এবং বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। চীন মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যৎ গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

 

বক্তৃতার শেষে, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রশিক্ষণার্থীদের সঙ্গে চীন-মার্কিন সম্পর্ক, চীন-ভারত সম্পর্ক, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় চীন-বাংলাদেশ সহযোগিতা, ফিলিস্তিন-ইসরায়েলি দ্বন্দ্ব, ইউক্রেন সংকট ইত্যাদি বিষয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা করেন।

 

শুভ/শান্তা

তথ্য ও ছবি: চীনা দূতাবাস