তুমি আমার প্রেমে পড়েছ
2024-03-11 09:44:47

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং চি ছেংয়ের কন্ঠে ‘তুমি আমার প্রেমে পড়েছ’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘যাকে আমি ভালবাসি, সে আমাকে বাসেনা’ শীর্ষক গান শোনাবো। গানের কথা এমন, ‘শান্ত শান্ত বিছানায় আছি। মন স্মৃতিতে ভরপুর। আমি যেন কোনো কণ্ঠ শুনছি। দুর্ভাগ্যবশত তুমি আমার সঙ্গে পিয়ানো বাজাতে পারবে না। ভালবাসার অনেক সংজ্ঞা আছে। আমাদের অনেক বিশ্বাস আছে। মাত্র শাশ্বত এ পথে অনেক ফাঁদ রয়েছে। যদিও আমি আগের মত, তুমিও পরিবর্তন হয়েছো। যে মানুষকে ভালবাসি, সে আমাকে বাসেনা। কারও ভুল নয়, তাই আরো দুঃখ পাই। আমাদের নতুন জীবন শুরু করতে কত সময় দরকার। আমি নিজেকে আঘাত দিতে চাই না। যে মানুষকে ভালবাসি, সে আমাকে বাসেনা। বিমানটি মেঘের উপর উড়ছে, তবুও আমি অপেক্ষা করছি। কিন্তু যে মানুষকে ভালবাসি, সে আমাকে বাসেনা’। আচ্ছা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং চি ছেংয়ের কন্ঠে ‘যাকে আমি ভালবাসি, সে আমাকে বাসেনা’ গানটি। এখন আমি আপনাদের একটি হালকা রক ক্যান্টনিজ গান শোনাতে চাই। গানের শিরোনাম হল ‘ফুল রক্ষাকারী’। গেয়েছেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লি খে ছিন। তিনি ১৯৭৬ সালের ৬ ডিসেম্বর হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে হংকংয়ের এক অপেশাদার সংগীত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। ১৯৮৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লি খ্যে ছিন’র কন্ঠে ‘ফুল রক্ষাকারী’ শীর্ষক গান। ১৯৯৩ সালে তিনি ‘বাড়িতে ফিরে যাই’ নামের গান নিয়ে হংকং টেলিভিশন ও বেতার কোম্পানির আয়োজিত ১০টি শ্রেষ্ঠ গান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০০৩ সালে তিনি হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় গায়কের মর্যাদা পান। ২০০৪ সালে তিনি হংকংয়ের চারটি টেলিভিশন কেন্দ্রের আয়োজিত সংগীত প্রতিযোগিতায় সবচেয়ে জনপ্রিয় গায়কের মর্যাদা পান। একজন গায়ক ছাড়া তিনি একজন ক্রীড়া টিভি অনুষ্ঠানের উপস্থাপকও। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বোকা মেয়ে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী লি খ্যে ছিন’র কন্ঠে ‘বোকা মেয়ে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘লাল সূর্য’ শীর্ষক গান। গানের কথা এমন, ‘যদিও ভাগ্য এত কঠিন, এমন কি ভাগ্যের কঠিনে তুমি কোনো মজা দেখতে পারো না, তবুও কান্না শুনবে, দুঃখ বোধ করবে কিন্তু  ত্যাগ করবে না। আমি তোমার সঙ্গে আজীবন থাকতে চাই। জীবনে ঘুরতে ঘুরতে সবকিছু স্পষ্টভাবে দেখতে পারি না। দ্বিধার সময় আমিও একা এক জায়গায় বসেছিলাম এবং কোনো সাহায্য পাই নি। তখন আমি ছোট, আমিও অসংখ্য বারের মতো পড়ে গিয়েছি।আমিও বড় বৃষ্টিতে কান্না করেছি। যদিও জীবন অনেক কঠিন, আমিও ত্যাগ করবো না। কখন থেকে তোমার লাল সূর্যের মতো উত্সাহে আমার হৃদয় জ্বলে উঠেছে। হাজার হাজার বার পড়ার পর আমিও আরোহণ করতে পারি। দু’পাশে সুগন্ধ ফুল যেন তোমাকে ও আমাকে শুভেচ্ছা জানায়। রাতে তারকা ধীরে ধীরে ঝিকিমিকি করে যেন আশার ঢেউ আমার শরীরে ঝাপটা দেয়’। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন লি খ্যে ছিন’র কন্ঠে কয়েকটি গান। খুবই অনুপ্রেরণামূলক গান, তাইনা? আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘উড়ে যায় ফুল’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।