আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আকাশ এবং তৌহিদ।
বন্ধুরা, বসন্ত উৎসব শেষ হয়েছে। আপনি পরিবারের সঙ্গে কিভাবে সুন্দর পূর্ণমিলনের সময় কাটিয়েছেন? কোথায় কোথায় ভ্রমণ করেছেন বা অনেক সুস্বাদু খাবার উপভোগ করেছেন? শরৎভাই, আপনি কিভাবে ছুটি কাটিয়েছেন?
তৌহিদ:..
এখন আরেকটি বসন্ত উৎসব কাটানোর পদ্ধতি আছে, তা হচ্ছে দৌড়। আপনি এটা পছন্দ করবেন? আজ আমরা প্রথমে একটি সংশ্লিষ্ট খরব আপনাদের সঙ্গে শেয়ার করব, কেমন?
বন্ধুরা, সম্প্রতি পশ্চিম বেইজিং লণ্ঠন দিবস দীর্ঘ দূরত্বে দৌড় প্রতিযোগিতা বেইজিং শীতকালীন অলিম্পিক পার্কে আয়োজন করা হয়েছে। দৌড় প্রেমিকারা নিজের পছন্দের উপায়ে লণ্ঠন দিবস উদযাপন করেছেন। এতে বয়স্ক, তরুণতরুণী, শিসু, বিভিন্ন বয়সে বিভিন্ন সমাজের খাতের মানুষ একযোগে আনন্দময় পরিবেশে দৌড় করেছেন। প্রতিযোগিতায় দৌড়ের দূরত্ব আসলে গুরুত্বপূর্ণ নয়, নিজকে অতিক্রম করা ও দৌড়ের আনন্দ উপভোগ করা হচ্ছে তাদের অভিন্ন লক্ষ্যমাত্রা।
চান্দ্র নববর্ষকে স্বাগত জানাতে আমি মনে করি দৌড় হচ্ছে একটি অত্যন্ত ভাল ও অর্থপূর্ণ পদ্ধতি, তাইনা ভাই?
তৌহিদ:...
চীনের ম্যারাথন উন্নয়ন ও গণশরীরচর্চার উন্নয়ন নিয়ে আপনার ধারণ কি ভাই?
তৌহিদ:...
সংগীত
এখন আমরা আরেকটি ক্রীড়া খরব আপনাদের সাথে শেয়ার করব, কেমন?
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গাংনেউয়াংয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ বলেন, চীনের শীতকালীন ক্রীড়া উন্নয়নের বিষয়ে তাঁর অনেক আত্মবিশ্বাস রয়েছে। এ ছাড়া প্যারিস অলিম্পিক গেমসে সিএমজির প্রচার-প্রচারণা উচ্চ মানের হবে বলে তিনি মন্তব্য করেন।
এবারের গাংওন ২০২৪ শীতকালীন যুব অলিম্পিক গেমসে চীনা খেলোয়াড়দের অর্জনে তিনি অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এ পর্যন্ত, চীনা টিম ১৮টি স্বর্ণপদক পেয়েছে। এতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের দারুণ ভূমিকা প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, চীনের হারবিনে আগামী বছর এশিয়ান শীতকালীন গেমস আয়োজন করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শীতকালীন ক্রীড়া খাতে হারবিনের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিভিন্ন গেমস আয়োজন চীনের শীতকালীন ক্রীড়া উন্নয়নকে এগিয়ে নেবে। চীন ইতোমধ্যে অনেক বড় সাফল্য পেয়েছে, ‘বরফ ও তুষার ক্রীড়ায় ৩০ কোটি মানুষের অংশগ্রহণের’ লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হয়েছে। চীনের শীতকালীন ক্রীড়ার উন্নয়ন ও জিডিপি-তে তার অবদান অনেক আশাব্যঞ্জক।
এ বছরের গ্রীষ্মকালে প্যারিস অলিম্পিক গেমস আয়োজন করা হবে। তখন সিএমজি প্রায় দুই হাজারের বেশি লোকের গণমাধ্যম দল পাঠাবে। এ সম্পর্কে থমাস বাখ বলেন, ‘আগে সিএমজি উচ্চমানের মানদণ্ড প্রতিষ্ঠা করেছিল। আমরা বিশ্বাস করি, এবারের প্যারিস অলিম্পিক গেমসেও সিএমজি সেই মান ধরে রাখবে।’
‘বরফ ও তুষার ক্রীড়ায় ৩০ কোটি মানুষের অংশগ্রহণের’ লক্ষ্যমাত্রা সম্পর্কে আপনার ধারণা কি ভাই?
তৌহিদ:..
আপনি চীনের উত্তরাঞ্চলে অবস্থিত বেইজিংয়ে বসবাস করছেন। শীতকালীন ক্রীড়ার প্রতি আপনার কেমন লেগেছে? আপনি আপনার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারবেন কি?
তৌহিদ:..
যদি আমাদের বাংলাদেশি বন্ধু শীতকালীন সময়ে চীনে এসে বরফ ও তুষার ক্রীড়ায় উপভোগ করতে চান, তাদের প্রতি আপনি কি কি পরামর্শ দিতে চান?
তৌহিদ:..
(আকাশ/তৌহিদ)