দুই অধিবেশন থেকে চীনের গণতন্ত্র বোঝা যায়: সিএমজি সম্পাদকীয়
2024-03-10 16:08:00

চীনের ‘সম্পূর্ণ প্রক্রিয়ার জনগণের গণতন্ত্র’ হল সত্যিকার অর্থে জনগণের উপকারে নেওয়া গণতান্ত্রিক ব্যবস্থা। চীনের বার্ষিক দুই অধিবেশন হল চীনের ‘সম্পূর্ণ প্রক্রিয়ার জনগণের গণতন্ত্র’ পর্যবেক্ষণ ও বোঝার ক্ষেত্রে সারা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সিএমজি সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

এই বছর চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি) প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এবং চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) ৭৫তম বার্ষিকী। এনপিসি’র প্রায় ৩ হাজার প্রতিনিধি এবং সিপিপিসিসি’র ২১০০ জনেরও বেশি সদস্য সারা দেশ থেকে বেইজিংয়ে এসে দেশের রাজনীতিতে অংশগ্রহণ ও আলোচনায় জনগণের কণ্ঠস্বর তুলে ধরেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য পরামর্শ দিয়েছেন, চীনের বৈশিষ্ট্যময় গণতন্ত্রের প্রাণশক্তি বহির্বিশ্বের কাছে আবারও প্রদর্শন করেছেন।

গণতান্ত্রিক নির্বাচনের উদাহরণ দিয়ে বলা যায়, চীনের সব স্তরের গণকংগ্রেস গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় এবং জনগণের প্রতি দায়বদ্ধ থাকে এবং জনগণের তত্ত্বাবধানে কাজ করে। উৎপাদন ও সেবা খাতের টেকনিশিয়ান, নতুন শিল্পের শ্রমিক, "নতুন কৃষক", গ্রামের কর্মী- এনপিসি’র প্রায় তিন হাজার প্রতিনিধি ১৪০ কোটিরও বেশি চীনা মানুষের প্রতিনিধিত্ব করে প্রস্তাব, ভোট, নির্বাচন ইত্যাদি অধিকার প্রয়োগ করে। একই সময় সিপিপিসিসি সদস্যরা বিভিন্ন দল, গোষ্ঠী, শ্রেণী ও মহলে থেকে আসেন এবং গণতান্ত্রিক তত্ত্বাবধানের মাধ্যমে দেশ শাসনে অংশগ্রহণ করেন।

দুই অধিবেশনের প্রতিনিধিদের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য রয়েছে- তাদের পরিচয় এবং পেশার বিস্তৃতি ও বৈচিত্র্যময়তা, এ কারণে তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের স্পন্দন সম্পর্কে গভীর ধারণা পান। সিএমজি সম্পাদকীয়তে তথ্য মাধ্যমের খবর বিশ্লেষণ করে বলা হয় যে, এ বছর চীনের দুই অধিবেশন, নতুন কর্মসংস্থানে শ্রমিকদের অধিকার এবং স্বার্থ সুরক্ষা থেকে শুরু করে বয়স্কদের যত্ন, চিকিৎসা, শিক্ষা; সবুজ ও নিম্নকার্বন উন্নয়ন থেকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আত্মনির্ভরতা পর্যন্ত, প্রতিনিধিদের উত্থাপিত বিল এবং প্রস্তাব বর্তমান চীনের আর্থ-সামাজিক উন্নয়নে অভূতপূর্ব এবং দূরদর্শী বিষয়গুলো প্রতিফলিত করে।

এ বিশ্ব বৈচিত্র্যময়, গণতন্ত্রের বিকাশে কোনোভাবেই পশ্চিমা মডেলের মতো শুধু একটিমাত্র পথ নয়। অনেক দেশ তাদের জাতীয় অবস্থার সাথে মানানসই গণতান্ত্রিক রাজনৈতিক পথের সন্ধান করছে। চীনের দুই অধিবেশনের মাধ্যমে, বিশ্ব চীনের গণতন্ত্রের ক্ষুদ্র বিষয়গুলো বুঝতে পারে, চীনের গণতান্ত্রিক রাজনীতির প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো পর্যবেক্ষণ করতে পারে এবং চীনের উন্নয়ন ও অগ্রগতি উপলব্ধি করতে পারে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)