মার্চ ৯: কানাডার উচিত বাস্তবতাকে সম্মান করে চীনের বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করা। শনিবার প্রকাশিত সিএমজি’র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।
কানাডার গণমাধ্যম সূত্রে জানা গেছে, কানাডা সরকার কানাডা ব্যবসায়ী মিশেল স্পাভোর সাথে একটি সমঝোতায় পৌঁছেছে। স্পাভো চীনে গোয়েন্দা কার্যক্রমে চালিয়েছে। এজন্য তিন বছর চীনের কারাগারে ছিল। কানাডা সরকার মিশেল স্পাভোকে ৭ মিলিয়ন কানাডিয়ান ডলার ‘ক্ষতিপূরণ’ দিতে সম্মত হয়েছে।
২০১৮ সাল মিশেল স্পাভোকে গ্রেফতার করে চীন। তখন থেকে কানাডার সরকার ‘নির্বিচারে আটক’ নামে চীনকে অপবাদ দিয়ে আসছে। এই ৭ মিলিয়ন কানাডিয়ান ডলার ক্ষতিপূরণের কারণ সুস্পষ্টভাবে বাস্তবতা প্রকাশ করে দেয়। বিশ্লেষক জানান, তথাকথিত ‘ক্ষতিপূরণে’ বোঝা যায়, কানাডার সরকার ‘তথ্য গোপন করছিল'। প্রমাণিত হয়েছে যে, স্পাভো কানাডার গোয়েন্দা হিসেবে কাজ করছিল। কানাডার কিছু নেটিজেন জানান, ‘সরকার এ ব্যাপারে যে কোনো ক্ষতিপূরণ দিলে, তাতে বোঝা যায় যে, তারা কিছু জিনিস গোপন করতে চেয়েছিল।’
আসলে, স্পাভো নিজেও চীনে তার অপরাধী কর্মকাণ্ডের স্বীকৃতি দিয়েছিল। তবে কানাডার সরকার বাস্তবতা উপেক্ষা করে তা স্বীকার করে নি।
চীনের নিরাপত্তা বিভাগের খবর অনুসারে, দীর্ঘদিন ধরে মিশেল স্পাভো চীন-উত্তর কোরিয়ার সীমান্ত অঞ্চলে কার্যক্রম চালিয়েছে। তিনি কানাডার সাবেক কূটনীতিক মিশেল কোভিরকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার জন্য সাহায্য করেছেন। চীনে তিনি অবৈধভাবে দেশের সামরিক সরঞ্জামের ছবি ও ভিডিও করেছেন এবং চীনে নিযুক্ত কানাডার দূতাবাসকে দিয়েছেন।
চীন হচ্ছে আইন অনুযায়ী পরিচালিত দেশ। মিশেল স্পাভো ও মিশেল কোভরিগ চীনের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অপরাধে অভিযুক্ত, তার প্রচুর প্রমাণ রয়েছে। কানাডা সরকার আরও বেশি মিথ্যাচার করলেও কোনো কাজ হবে না। তার উচিত বাস্তবতাকে সম্মান করে চীনের বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করা।