চীনের উচ্চ মানের উন্নয়ন বিশ্বের জন্য সুযোগ
2024-03-09 18:29:57

মার্চ ৯: চীনের চলমান বার্ষিক রাজনৈতিক কর্মকাণ্ড দুই অধিবেশনের ওপর সারা বিশ্ব নজর রাখছে। বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ মনে করেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন চীনের অর্থনৈতিক উন্নয়নে শক্তি যুগিয়েছে। চীনের উন্নয়ন বিশ্বের জন্য একটি সুযোগ।

মালয়েশিয়া গবেষণা-ক্রিয়েট কেন্দ্রের মহাপরিচালক হুয়াং ইং সিন বলেন, চীনের উন্নয়নের অনেক ধরনের কার্যকর মডেল আছে। যা আরো ভালোভাবে দেশ-বিদেশের পরিবেশের পরিবর্তনের অনুকুল হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে চীনের এমন দক্ষতা থেকে বোঝা যায়, বিশেষ করে বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে। যেমন, চীনের চিপ এবং বিদ্যুত্-চালিত গাড়ি ইত্যাদি।

বাংলাদেশের ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বলেন, বিশ্ব উন্নয়নে চীনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। চীন বিশ্ব বাণিজ্য এবং পুঁজি বিনিয়োগ জোরদার করেছে। বাংলাদেশসহ সব উন্নয়নশীল দেশে চীনের অভিজ্ঞতা প্রশংসনীয়। চীন যে সাহায্য দিয়েছে, তা একেবারে শর্তহীন। চীন সবসময় অংশীদার হতে চায় এবং সমৃদ্ধি ও উন্নয়ন ভাগাভাগি করতে চায়।

 

(শুয়েই/তৌহিদ/আকাশ)