গ্রাম, কৃষক ও কৃষি-বিষয়ক নথি প্রকাশ চীনে
2024-03-08 15:35:57

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গ্রাম, কৃষক ও কৃষি-বিষয়ক কাজের যাবতীয় নির্দেশনা দেওয়া হয় ‘কেন্দ্রীয় এক নম্বর নথি’তে। এই বছর গ্রামীণ পুনর্জাগরণের ব্যাপক প্রচার এবং অগ্রাধিকারের রূপরেখা দেওয়া হয়েছে নথিতে। পাশাপাশি কৃষির আধুনিকীকরণকে ত্বরান্বিত করে চীনের আধুনিকায়নকে এগিয়ে নেওয়ারও আহ্বানও জানানো হয়েছে এতে।

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিল যৌথভাবে ‘কেন্দ্রীয় এক নম্বর নথি’টি প্রকাশ করে।

প্রকাশিত এই নথিতে ছয়টি অংশ রয়েছে। এর মধ্যে- জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র্য প্রতিরোধ করা, গ্রামীণ শিল্পের উন্নয়ন, গ্রামীণ শাসন ব্যবস্থার উন্নয়ন করা। পাশাপাশি কৃষি, গ্রামীণ অঞ্চল ও কৃষকদের নিয়ে কাজ করার জন্য সিপিসির নেতৃত্বকে শক্তিশালী করা।

প্রতি বছর চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এই নীতি বিবৃতি প্রকাশ করে। দেশটির নীতি অগ্রাধিকারের সূচক হিসেবে দেখা হয় এই নথিকে। মূলত গ্রামীণ খাত এবং কৃষির আধুনিকীকরণকে ত্বরান্বিত করে চীনের আধুনিকায়নকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে এতে।

নথিতে বলা হয়েছে, চীনা আধুনিকায়নের প্রচারের জন্য ধারাবাহিকভাবে কৃষির ভিত্তিকে মজবুত করা এবং গ্রামীণ পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে এগিয়ে নেওয়াটা জরুরি।

নথিতে পরিবেশ ঠিক রেখে গ্রামীণ পুনর্জাগরণ কর্মসূচি নির্ধারণ, কাজের পদ্ধতি এবং বাস্তবায়ন পদ্ধতি গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি নতুন যুগে কৃষি, গ্রামীণ এলাকা এবং কৃষকদের সঙ্গে সম্পর্কিত কাজের বিষয়ে গ্রামীণ পুনরুজ্জীবনের প্রচারে জোর দেওয়া হয়েছে।

চীনের গ্রামগুলোর নবজাগরণের সঙ্গে বিজ্ঞান-প্রযুক্তি উন্নয়নের ভূমিকার কথাও নথিতে বলা হয়েছে। এ ছাড়া, গ্রামীণ বাসিন্দাদের আয় বাড়ানোর প্রচেষ্টা জোরদার করা ও আয়ের উপায় বাড়ানোর কথাও আছে এতে।

কেন্দ্রীয় গ্রামীণ কাজের নেতৃত্বদানকারী দলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলছেন, সমস্ত ক্ষেত্রে গ্রামীণ পুনরুজ্জীবনের প্রচারের জন্য দৃঢ় প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত।

কৃষিক্ষেত্রে চীনের অবস্থান আরও শক্তিশালী করা, মূল কাজগুলো সম্পাদন এবং নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ করার ওপর গুরুত্বারোপ করা হয় এ নথিতে।

শুভ/নাহার