উদীয়মান ক্ষেত্রগুলোতে কৌশলগত সক্ষমতা বাড়াতে হবে, সশস্ত্র বাহিনীকে চীনা প্রেসিডেন্ট
2024-03-08 16:50:43

উদীয়মান ক্ষেত্রগুলোতে চীনের সশস্ত্র বাহিনীর কৌশলগত সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করার লক্ষ্যে একটি শক্তিশালী ‘মিশন-অনুভূতি’ গড়ে তুলতে, সংস্কার আরও গভীর করতে এবং উদ্ভাবনকে এগিয়ে নিতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

বৃহস্পতিবার চীনের আইনসভা চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে গণমুক্তি ফৌজ এবং গণসশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ বৈঠকে যোগদানকালে এই আহ্বান জানান সি, যিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও।

প্রেসিডেন্ট সি বলেন, উদীয়মান ক্ষেত্রগুলোতে কৌশলগত সক্ষমতা জাতীয় কৌশল ও কৌশলগত সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং একটি মহান দেশ গড়ার জন্য এবং চীনা আধুনিকায়নের মাধ্যমে সব ক্ষেত্রে জাতীয় পুনর্জাগরণকে এগিয়ে নেওয়ার জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সামরিক বাহিনীর ছয়জন আইনপ্রণেতা বৈঠকে সাইবারস্পেসে প্রতিরক্ষা সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ থেকে শুরু করে মানবহীন যুদ্ধের ক্ষমতার বিকাশ ও ব্যবহার সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন।

প্রেসিডেন্ট সি বলেন, নতুন মানের উৎপাদনশীল শক্তির বিকাশকে বেগবান করতে চীনের প্রচেষ্টা উদীয়মান ক্ষেত্রগুলোতে কৌশলগত সক্ষমতা বিকাশের বিরল সুযোগ তৈরি করেছে।

তিনি একে অপরের সঙ্গে কার্যকরভাবে একত্রিত হতে নতুন মানের উত্পাদনশীল শক্তি এবং নতুন মানের যুদ্ধ সক্ষমতা অর্জনের আহ্বান জানান। - প্রেমা/রহমান