চতুদর্শ এনপিসি’র দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ সভায় সি চিন পিংসহ চীনা নেতাদের অংশগ্রহণ
2024-03-08 18:14:18

মার্চ ৮: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস-এনপিসি’র দ্বিতীয় অধিবেশের দ্বিতীয় পূর্ণাঙ্গ সভা আজ (শুক্রবার) সকাল ৯টায় মহাগণভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কার্যবিবরণী, সর্বোচ্চ গণআদালত এবং সর্বোচ্চ গণঅভিশংসক দপ্তরের কার্যবিবরণী উপস্থাপন ও পর্যালোচনা করে হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংসহ পার্টি ও দেশের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

এনপিসি’র স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি সভায় দেশের সর্বোচ্চ আইনসভার গত একবছরের কার্যাবলী তুলে ধরেন।  তিনি বলেন, ২০২৩ সাল ছিলো সার্বিকভাবে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নের সূচনা বছর এবং চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির আইন অনুযায়ি দায়িত্ব পালনের প্রথম বছর। বিগত এক বছরে কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি’র শক্তিশালী নেতৃত্বে ৩৪টি আইনি বিল পর্যালোচনা করা হয়েছে এবং ২১টি বিল গৃহীত হয়েছে। নতুন করে ৬টি বিধান প্রণয়ন করা হয়েছে এবং ৮টি আইন সংশোধন করা হয়েছে।

কার্যবিবরণীতে তিনি আগামী এক বছরে নতুন কর্তব্যও তুলে ধরেন।

চীনের সর্বোচ্চ গণআদালতের মহাপরিচালক চাং চুন কার্যবিবরণীতে ৫ দিক থেকে ২০২৩ সালের কাজের পর্যালোচনা করেছেন। বিগত এক বছরে সর্বোচ্চ গণআদালতে মোট ২১ হাজার ৮১টি মামলা এসেছে এবং ১৮ হাজার ৮৫৫টি মামলার রায় হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৫৪.৬ ও ২৯.৫ শতাংশ বেশি।

কার্যবিবরণীতে সর্বোচ্চ গণঅভিশংসক দপ্তরের অভিশংসক ইং ইয়োং ২০২৩ সালের কাজের পর্যালোচনা করেন এবং নতুন বছরে নতুন কর্তব্যও তুলে ধরেন।

তা ছাড়া, আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সভায় প্রেসিডিয়ামের পক্ষ থেকে বিভিন্ন নারী প্রতিনিধিত, সদস্য, কর্মী এবং বিভিন্ন জাতির বিভিন্ন মহলের নারী ও বিশ্বের বিভিন্ন দেশের নারীদেরকে শুভেচ্ছাও জানানো হয়।

লিলি/হাশিম/শিশির।