অধ্যাপক মো. মাহবুব আলমের সাক্ষাত্কার
2024-03-08 13:38:35

 

আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন অধ্যাপক মোঃ মাহবুব আলম। ২০১২ সাল থেকে তিনি হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি (শেনচেনে) অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার ২০০টিরও বেশি গবেষণাপত্র একাধিক আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। তিনি জাপানের কিটামি ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি করেছেন। আর হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে পোস্টডক করেছেন। তারপরে তিনি সাউথ আফ্রিকাতে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি সাতটি আন্তর্জাতিক সম্মেলন/সিম্পোজিয়ামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ৩৫টির বেশি আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য (keynote) দিয়েছেন। তিনি “Wind and Structures” জার্নালের এডিটোরিয়াল টিম মেম্বার। বর্তমান চীনের দুই অধিবেশন চলছে। দুই অধিবেশন তাঁর কেমন লাগে? তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।