চীন বিশ্বের শান্তির শক্তি, স্থিতিশীলতার শক্তি ও অগ্রগতির শক্তি হয়ে থাকবে: ওয়াং ই
2024-03-07 16:14:05

মার্চ ৭: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পরিবর্তিত আন্তর্জাতিক পরিবেশের সামনে চীন দৃঢ়তার সঙ্গে বিশ্বের শান্তির শক্তি, স্থিতিশীলতার শক্তি এবং অগ্রগতির শক্তি হয়ে থাকবে।

বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে দেশটির জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কূটনীতি বিষয়ক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওয়াং ই বলেন, চীন ইতিহাসের সঠিক দিকে এবং মানবজাতির সভ্যতা ও অগ্রগতির দিকে দাঁড়িয়ে শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও সবার জন্য লাভের পতাকা সমুন্নত রেখে, বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষা এবং নিজের উন্নয়ন অনুসন্ধান করবে এবং পাশাপাশি নিজের উন্নয়নের মাধ্যমে আরও ভালোভাবে বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষা করবে।

তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসির ২০তম জাতীয় কংগ্রেসের রিপোর্টে জোর দিয়ে বলা হয়, সিপিসি চীনা জনগণের জন্য সুখ অনুসন্ধান করার পাশাপাশি তাদের জন্য পুনরুজ্জীবন অনুসন্ধান করে, মানবজাতির জন্য অগ্রগতি এবং বিশ্বের জন্য মহান ঐক্য অনুসন্ধান করে।

তিনি বলেন, “এটা আমাদের কাজ, দায়িত্ব ও লক্ষ্য।”

(প্রেমা/রহমান/ছাই)