যে কোনো সংঘাতের শেষবিন্দু আলোচনার টেবিল: ওয়াং ই
2024-03-07 17:05:26

মার্চ ৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইউক্রেন সংকটে চীন সবসময় বস্তুনিষ্ঠ ও ন্যায্য অবস্থান মেনে চলেছে এবং শান্তি প্রতিষ্ঠায় আলোচনার ওপর জোর দেয়। চীন যা কিছু করে তার লক্ষ্য হলো যুদ্ধের অবসান এবং শান্তি আলোচনার পথ প্রশস্ত করা। আজ (বৃহস্পতিবার) চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস-এনপিসি’র দ্বিতীয় অধিবেশনের সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ওয়াং ই।

চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যে কোনো সংঘাতের শেষবিন্দু হল আলোচনার টেবিল। সংশ্লিষ্ট পক্ষগুলো যত তাড়াতাড়ি আলোচনার টেবিলে বসবে, তত তাড়াতাড়ি শান্তি আসবে। সকলপক্ষ জাতিসংঘের সনদের উদ্দেশ্য এবং নীতিগুলো মেনে চললে এবং সংশ্লিষ্টপক্ষের যুক্তিসঙ্গত উদ্বেগগুলোকে যথাযথভাবে আমলে নিলে ইউরোপ সত্যিই একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকসই নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করতে পারবে বলে মনে করেন ওয়াং ই। চীন সময়মত রাশিয়া এবং ইউক্রেন উভয়ের স্বীকৃত এবং সব পক্ষের সমান অংশগ্রহণে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনকে সমর্থন করে বলে জানান তিনি।

চীন ইউরোপ মহাদেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য উন্মুখ এবং অব্যাহতভাবে এ কাজে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক বলেও জানান ওয়াং ই।

লিলি/হাশিম/শিশির