এআই প্রযুক্তির উন্নয়ন ও নিরাপত্তায় সমান গুরুত্ব দেওয়া উচিত: ওয়াং ই
2024-03-07 18:36:18

মার্চ ৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিস্ফোরণের মতো বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। চীন এর উন্নয়ন এবং নিরাপত্তার উপর সমান জোর দেয়। বেইজিংয়ে আজ (বৃহস্পতিবার) চতুর্দশ জাতীয় গণকংগ্রেস-এনপিসি’র দ্বিতীয় অধিবেশের সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

ওয়াং ই বলেন, চীন এআই প্রযুক্তির ক্ষেত্রে তিনটি বিষয়ে মনোযোগ দেয়। প্রথমত, এআইয়ের উপকারিতা নিশ্চিত করা, যা মানব নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ, আন্তর্জাতিক আইন এবং মানব সভ্যতার অগ্রগতির সাথে সঙ্গতিপূর্ণ হবে। দ্বিতীয়ত, নিরাপত্তা নিশ্চিত করা। এটিকে সর্বদা মানুষের নিয়ন্ত্রণে রাখা এবং বিভিন্ন ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করতে হবে। তৃতীয়ত হলো ন্যায্যতা নিশ্চিত করা।

 

অন্যান্য দেশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই প্রযুক্তিতে সহযোগিতার বিষয়ে চীনের ইতিবাচক ও খোলামেলা মনোভাব রয়েছে উল্লেখ করে ওয়াং ই বলেন, এ পর্যন্ত কিছু দেশের সাথে সংলাপ প্রক্রিয়া শুরু করেছে চীন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যথাসময়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করবে চীন, যাতে প্রযুক্তি ভাগাভাগি জোরদার করার জন্য সমস্ত পক্ষকে উন্নীত করা, বুদ্ধিমত্তার ব্যবধান পূরণ করা এবং কোনো দেশকে পিছিয়ে না রাখার বিধান থাকবে।

জাতিসংঘ কাঠামোর অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রশাসন সংস্থা প্রতিষ্ঠার কথা বলেন ওয়াং ই, যাতে সমস্ত দেশ সমানভাবে অংশ নিতে পারে এবং এর বিকাশ প্রক্রিয়ায় সমানভাবে উপকৃত হতে পারে।

লিলি/হাশিম/শিশির।