‘তোমার মিষ্টি’
2024-03-07 10:00:14


আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের খুব জনপ্রিয় একজন গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ফান সিয়াও সিউয়ান। তার আরো বেশি তথ্য জানার আগে প্রথমে তার জনপ্রিয় একটি গান আপনাদেরকে শোনাতে চাই, গানের নাম ‘তোমার মিষ্টি’। গানটি তার গানের বৈশিষ্ট্য প্রতিনিধি করতে পারে। চলুন গানটি শুনি।গান ১

 

ফান সিয়াও সিউয়ানের গান ‘তোমার মিষ্টি’ শুনে কেমন লাগলো? বিশ্বাস করি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গানের নামের মতো তার মিষ্টি কণ্ঠ। মিষ্টি কণ্ঠ ছাড়াও ফেন সিয়াও সিউয়ানের ‘সংগীত ডাইনি’ নামও রয়েছে! কারণ তার সংগীতশৈলী বৈচিত্র্যময় ও পরিবর্তনশীল এবং তিনি সবসময় অসাধারণ উপায় গান পরিবেশন করতে পারেন। তার গানগুলো চীনের তরুণ এক প্রজন্মকে প্রভাবিত করেছে। বন্ধুরা, এখন শুনুন শিশুদের জন্য গাওয়া তার দুটি বেশ জনপ্রিয় ও মজার গান ‘আমি স্নান করতে পছন্দ করি’ এবং ‘স্বাস্থ্যের গান’।গান ২

 

ফান সিয়াও সিউয়ান ১৯৭৭ সালে তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ৩ বছর বয়স থেকে তিনি পিয়ানো শেখা শুরু করেছেন। পরে তিনি সংগীত স্কুলে ভর্তি হন। মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম গান রচনা করেছেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় ফান সিয়াও সিউয়ান একটি সংগীত কোম্পানিতে যোগ দেন এবং বিভিন্ন সংগীত অনুষ্ঠান ও সংগীত ভিডিওতে কাজ করেন। গান গাওয়ার পাশাপাশি তিনিও চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৫ সালে চলচ্চিত্র ‘বিশেষ গোয়েন্দাদের’ জন্য তিনি হংকংয়ের সবচেয়ে প্রভাবশালী অভিনয় অ্যাওয়ার্ড ‘হংকং ফিল্ম অ্যাওয়ার্ডের’ শ্রেষ্ঠ বার্ষিক নতুন অভিনেতা’র পুরস্কার অর্জন করেছেন। বন্ধুরা, এখন শুনুন ফেন সিয়াও সিউয়ানের একটি চলচ্চিত্রের জন্য গাওয়া সুন্দর গান ‘অক্সিজেন’।গান ৩

 

১৯৯৫ সালে ফেন সিয়াও সিউয়ান তার প্রথম অ্যালবাম ‘বৃষ্টি’ প্রকাশ করেন। তার মিষ্টি কণ্ঠ ও বৈচিত্র্যময় গানের শৈলী দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি সে বছরে তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় নতুন গায়িকা হয়ে ওঠেন। পরের বছর তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের গানগুলো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে। অ্যালবামটির জন্য তাকে তাইওয়ানের গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ নতুন গায়িকার মনোনয়ন দেওয়া হয়েছে। বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সিউয়ানের সুন্দর গান ‘বৃষ্টি’।গান ৪

 

২০০০ সালে ফেন সিয়াও সিউয়ান সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেন। পরে তিনি স্বাধীন সংগীতশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় গান প্রকাশ করেছেন। বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সিউয়ানের খুব জনপ্রিয় একটি গান ‘স্নোম্যান’। গানে তিনি সুন্দরভাবে প্রেম থেকে বিচ্যুত হওয়ার পর সেই দুর্বল ও দুঃখের অনুভূতি প্রকাশ করেছেন, যা বেশ জনপ্রিয় ও ক্লাসিক প্রেমের গান হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সিয়ুনের গান ‘স্নোম্যান’।গান ৫

 

২০০৭ সালে ফান সিয়াও সিউয়ান ব্যান্ডদল ‘১০০%’ প্রতিষ্ঠান করেন, এতে তিনি প্রধান গায়িকার ভূমিকা পালন করেন। ২০০৮ সালে ব্যান্ডটি অ্যালবাম ‘ব্রেক’ প্রকাশ করে এবং এজন্য গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার অর্জন করে। ২০১১ সালে ফেন সিয়াও সিউয়ান কাজের কেন্দ্র সংগীত থেকে চলচ্চিত্রে স্থানান্তর করেছেন। সেক্ষেত্রে তিনিও ভালো কাজ করেছেন, তার অভিনীত অনেক চলচ্চিত্র তাইওয়ান, হংকং ও চীনের মূলভূখণ্ডে পুরস্কার অর্জন করেছে। বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সিউয়ানের একটি চলচ্চিত্রের জন্য গাওয়া থিম সোং ‘একই সময়’।গান ৬

 

এখন ফান সিয়াও সিউয়ান সংগীত ও চলচ্চিত্র ক্ষেত্রে বেশ সক্রিয় রয়েছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ফান সিয়াও সিউয়ানের আরেকটি জনপ্রিয় গান ‘আমি চাই আমরা একসঙ্গে থাকি’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।