হুয়াং হাওমিং
2024-03-07 16:20:56

হুয়াং হাওমিং ১৯৮৬ সালের ২৩ অক্টোবর চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হোচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন অভিনেতা, চীনা ভাষার গায়ক এবং জুইং মিডিয়ার প্রতিষ্ঠাতা।

 

হুয়াং হাওমিং একবার এক বন্ধুর সঙ্গে একটি স্টুডিওতে রেকর্ড করতে যান। রেকর্ডিংয়ের ফাঁকে কথাবার্তার সময় প্রযোজক তাঁর মেজাজ ও আকর্ষণীয় কণ্ঠস্বর শুনে আকৃষ্ট হন এবং তাঁকে একজন শিল্পী বানানোর সিদ্ধান্ত নেন। সতর্ক পরিকল্পনা ও যত্নে তাকে শিল্পী হওয়ার হিসাবে গড়ে তোলার পর ২০০৯ সালের জুন মাসে তাঁর প্রথম মূল একক গান ‘তোমাকে ভালোবাসার ফলে শুধু একটা দাগ সৃষ্টি হয়েছে’ প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর গানটি ইন্টারনেটে ব্যাপক সাড়া পায়, তখন কেটিভিতে গানটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে।

প্রেম অদৃশ্য হয়ে গেলে তুমি কী করবে? সামান্য সময়ের জন্য স্বস্তি পেতে অতীতের মিষ্টি টুকরো খুঁজছো পাগল? অথবা সবকিছুর দিকে তাকাও এবং প্রেম তোমার থেকে দূরে যেতে দেখো? ভালোবাসা সবসময় মানুষকে অসহায় মনে করে। যাইহোক, যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ঘৃণা করো না, সর্বোপরি, তোমরা একে অপরকে ভালবেসেছো। বন্ধুরা, কথাগুলো হুয়াং হাওমিংয়ের ‘আমাকে ভালবাসার জন্য ধন্যবাদ’ গানের বিষয়। গানটি ২০১০ সালের ডিসেম্বরে প্রকাশিত তাঁর একই শিরোনামের অ্যালবাম থেকে নেওয়া। 

 

‘দ্য বিটল্‌স’ গানটি হলো দ্য বিটল্‌সের প্রতি অভিবাদনের একটি মূল ক্যান্টোনিজ গান। গানটি ২০১৬ সালের ১১ নভেম্বরে তাঁর একই শিরোনামের অ্যালবামে রাখা হয়। এই গানটি হুয়াং হাওমিংয়ের গানের ইমেজ ও শৈলীর সার্বিক পরিবর্তনের ঘোষণা। এ গানের মধ্য দিয়ে তার গান অতীতের প্রেম-বিরহের ধারা থেকে থেকে ‘মার্জিত শিলা’ ধারায় পরিবর্তিত হয়। নতুন অ্যালবামে গানের প্রতিপাদ্যও ধীরে ধীরে সামাজিক ঘটনা, শহর, ফ্যাশন ও ইতিবাচক শক্তি প্রতিভাত হয়।

২০১৭ সালের মে মাসে হুয়াং হাওমিং মূল একক গান ‘গর্জিয়াস শো’ প্রকাশ করেন। একই বছর তিনি পরপর দুটো চলচ্চিত্রেও অভিনয় করেন। ২০১৮ সালে তিনি পরপর বেশ কয়েক মূল একক গান প্রকাশ করেন। এগুলোর মধ্যে রয়েছে ‘সাহস করে উড়ে যাও’ ‘তুমি ভুল না’, ‘অপ্রতিরোধ্য’ ইত্যাদি। এছাড়া তিনি বিখ্যাত কণ্ঠশিল্পী ওয়াং ফেংয়ের সঙ্গে ক্লাসিক্যাল গান ‘আমার মাতৃভুমি’ গান নতুন করে। বন্ধুরা, এখন আমি হুয়াং হাওমিংয়ের ‘গর্জিয়াস শো’ ও ‘সাহস করে উড়ে যাও’ – এ দুটো গান আপনাদেরকে শোনাবো। 

 

২০১৯ সালে হুয়াং হাওমিং ‘ভালোবাসার কারণে’ শিরোনামে একটি গান প্রকাশ করেন। আর ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি মহামারী প্রতিরোধ বিষয়ক সংগীত ‘আমরা উহানে সাকুরা ফুল দেখতে চাই’ গান এবং প্রকাশ করেন । তাহলে হুয়াং হাওমিংয়ের দু’টো গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। (প্রেমা/রহমান)