নিজস্ব বৈশিষ্ট্যময় কূটনীতির নতুন সূচনা করবে চীন
2024-03-07 16:23:59

মার্চ ৭: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চীন প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কূটনৈতিক চিন্তাধারা হিসেবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার প্রধান দিক হিসেবে আরও ইতিবাচক ঐতিহাসিক দায়িত্ব এবং আরও প্রাণবন্ত সৃজনশীল চেতনায় চীনা বৈশিষ্ট্যময় প্রধান দেশের কূটনীতির নতুন সূচনা করবে।

বৃহস্পতিবার ১৪তম জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কূটনীতি বিষয়ক সংবাদ সম্মেলন একথা বলেন তিনি।

চীনের কূটনীতির ভবিষ্যৎ সম্পর্কে ওয়াং ই বলেন, চীন আরও আত্মবিশ্বাসী ও স্বাধীনভাবে চীনা কূটনীতির গুণ গড়ে তুলবে, স্বাধীন ও স্বতন্ত্র পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, দৃঢ়তার সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষা করবে এবং আরও উন্মুক্ততা ও ক্ষমার মাধ্যমে চীনা কূটনীতির হৃদয় দেখাবে।

তিনি বলেন, পাশাপাশি দেশটি বিশ্বে অংশীদারিত্বের সম্পর্কের নেটওয়ার্ক সুসংহত ও সম্প্রসারণ করবে, নতুন আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা বেগবান করবে এবং ভিন্ন সভ্যতার প্রতি পারস্পরিক সম্মান ও সে সম্পর্কিত জানাশোনা শক্তিশালী করবে।

ওয়াং ই বলেন, বেইজিং বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রেখে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে হাতে হাত রেখে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর সঙ্গে পুনরুজ্জীবন অনুসন্ধান করবে, বিভিন্ন উন্নয়নশীল দেশের অধিকার ও মানবজাতির ভবিষ্যৎ সম্পর্কিত মৌলিক নীতিতে দায়িত্ব পালন করবে, সহযোগিতা ও উভয়ের জন্য কল্যাণ নিশ্চিত করতে চীনা কূটনীতির অনুসন্ধানে অবিচল থাকবে, আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা সমাধানে আরও বেশি চীনা পরিকল্পনা উত্থাপন করবে এবং আরও বেশি চীনা বুদ্ধি প্রয়োগ করবে, এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য অনুকূল গণপণ্য সরবরাহ এবং চীনের নতুন উন্নয়নের মাধ্যমে বিশ্বের জন্য আরও বেশি নতুন সুযোগ সৃষ্টি করবে। (প্রেমা/রহমান/ছাই)