আসিয়ানকে সঙ্গে নিয়ে দক্ষিণ চীন সাগরের স্থিতিশীলতা রক্ষা করবে চীন: ওয়াং ই
2024-03-07 19:21:12

মার্চ ৭: আসিয়ান দেশগুলোকে সঙ্গে নিয়ে দক্ষিণ চীন সাগরকে শান্তি ও সহযোগিতার সাগরে পরিণত করতে চায় চীন। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কূটনীতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

ওয়াং ই বলেন, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা দুটি বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমত, মতভেদ থাকলে সংশ্লিষ্ট দেশের মধ্যে সরাসরি সংলাপ করা এবং যথাযথভাবে তা নিয়ন্ত্রণ ও সমাধান করা। দ্বিতীয়ত, চীন ও আসিয়ান দেশগুলোর সঙ্গে সমুদ্রে শান্তি রক্ষা করা। এটি ২০০২ সালে স্বাক্ষরিত দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণার মূল বিষয়।

সমুদ্র-বিরোধ প্রসঙ্গে ওয়াং বলেন, চীন সবসময় সংযম ও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখে ইতিহাস ও আইনকে সম্মান করে বিভিন্ন পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান খুঁজতে চায়। কিন্তু ভালো উদ্দেশ্যের অপব্যবহার করে চীন কাউকে তার অধিকার লঙ্ঘন করতে দেবে না বলে সতর্ক করেন ওয়াং ই। দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের উস্কানি দিলে তাঁর দেশ পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

(শিশির/হাশিম/লিলি)