ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রদানকে সমর্থন করে চীন
2024-03-07 14:38:16

মার্চ ৭: চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কূটনৈতিক বিষয়ভিত্তিক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।

সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংবাদ সম্মেলনে বলেন, “শুধুমাত্র ফিলিস্তিনি জনগণকে ন্যায়বিচার প্রদান এবং ‘দুই-রাষ্ট্র সমাধান’ সম্পূর্ণরূপে বাস্তবায়নের মাধ্যমে আমরা সেখানকার দুষ্টচক্র থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারি। সেটা হলে সব ধরনের চরম চিন্তাভাবনা নির্মূল করা যাবে এবং মধ্যপ্রাচ্যে সত্যিকার অর্থে স্থায়ী শান্তি অর্জন করা যাবে।”

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সর্বশেষ দফার সংঘর্ষে ১ লাখেরও বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছে।

ওয়াং ই বলেন, “আজ একবিংশ শতাব্দীতে এই মানবিক বিপর্যয় থামানো যাবে না। এটি মানবজাতির জন্য একটি ট্র্যাজেডি এবং সভ্যতার জন্য লজ্জা। আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভিত্তিতে কাজ করতে হবে, অবিলম্বে যুদ্ধবিরতি এবং যুদ্ধের অবসানকে অগ্রাধিকারে পরিণত করতে হবে এবং মানবিক ত্রাণ পাঠানো নিশ্চিত করতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, চীন ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রদানকে সমর্থন করে, এ সংক্রান্ত বাধাপ্রদান বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানায় এবং ‘দুই রাষ্ট্র’ তত্ত্ব বাস্তবায়নের জন্য একটি বৃহত্তর, আরও কর্তৃত্বপূর্ণ এবং আরও কার্যকর আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করে।”

চীন শান্তি পুনরুদ্ধার, জীবন বাঁচাতে কঠোর পরিশ্রম এবং ন্যায়বিচার বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন ওয়াং ই।

(ইয়াং/রহমান/ছাই)