ব্রিকস দেশগুলোর উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে বিশ্বে ন্যায়বিচারের সম্প্রসারণ: ওয়াং ই
2024-03-07 16:34:43

মার্চ ৭: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস বা এনপিসি’র দ্বিতীয় অধিবেশনের সংবাদ সম্মেলন আজ (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ‘চীনের কূটনৈতিক সম্পর্ক ও বৈদেশিক সম্পর্ক’ নিয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, ব্রিকস দেশগুলোর উন্নয়ন ও প্রবৃদ্ধি হলো শান্তি বজায় রাখার শক্তি এবং বিশ্বে ন্যায়বিচারের সম্প্রসারণ। এটাকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা উচিত নয়। বিস্তৃত অর্থে ব্রিক্সের সম্প্রসারণ হল ‘গ্লোবাল সাউথে’র সম্মিলিত উত্থানের বহিঃপ্রকাশ এবং বিশ্বের বহু-মেরুকরণ প্রক্রিয়ার প্রতিফলন। উদীয়মান বাজার দেশ এবং উন্নয়নশীল দেশগুলোর একটি গ্রুপ হিসাবে, বিশ্ব অর্থনীতিতে গ্লোবাল সাউথের অনুপাত ৪০ শতাংশেরও বেশি এবং যা বিশ্ব অর্থনৈতিক মানচিত্রকে ব্যাপকভাবে পুনর্বিন্যাস করছে। স্বাধীনতা হল গ্লোবাল সাউথের ভিত্তি এবং ঐক্য ও স্বনির্ভরতা হল এর ঐতিহ্য। গ্লোবাল সাউথ আর ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ নয়, এটি আন্তর্জাতিক শৃঙ্খলার রূপান্তর এবং এক শতাব্দীতে পরিবর্তনের আশার একটি মূল শক্তি হয়ে উঠেছে বলে ওয়াং ই উল্লেখ করেন।

লিলি/হাশিম/শিশির।