চলতি বছর ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজন জোর প্রচেষ্টা
2024-03-06 18:27:15

মার্চ ৬: চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ৫ শতাংশের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা হয়েছে, যা চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার বার্ষিক প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনার সঙ্গে মেলে। তবে এটি এমন একটি লক্ষ্য যা জোর প্রচেষ্টার পর অর্জিত হতে পারে।

চীনের মিডিয়া সেন্টারে আজ (বুধবার) বিকেলে চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) দ্বিতীয় অধিবেশনের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উন্নয়নের সংস্কার, আর্থিক বাজেট, মুদ্রানীতি, বাণিজ্য এবং সিকিউরিটিজসহ বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

লিলি/হাশিম/শিশির।