বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী থু হুং কাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
বাই সিয়াও বাই, ১৯৯৪ সালের ১থু হুং কাং, ১৯৬৭ সালের মার্চ মাসে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূলভূভাগের একজন কণ্ঠশিল্পী, দেশের প্রথম শ্রেণীর অভিনেতা। তিনি চীনের ন্যাশনাল একাডেমি অব চাইনিজ থিয়েটার আর্টস থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৯৭৮ সালে যখন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং তাইওয়ান প্রদেশের সংগীত চীনের মূল ভূভাগে প্রবেশ করে, তখন থু হুং কাং পপ সংগীতের অনুরাগী হন। চীনের বিখ্যাত এবং মর্যাদাপূর্ণ কণ্ঠশিল্পী টেরেসা তেং তাঁর সবচেয়ে প্রিয় কণ্ঠশিল্পী। তিনি সবসময় রেডিওতে গান শুনতেন ও শিখতেন। এ ছাড়া তিনি সহপাঠীর সঙ্গে একটি সংগীত ব্যান্ডও গঠন করেন। তারা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন এবং স্কুলে খুব জনপ্রিয় ছিলেন।
১৯৮৭ সালের নভেম্বর মাসে থু হুং কাং চীনের রেডিও আর্টস শিল্পী দলে যোগ দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা শুরু করেন।
বন্ধুরা, এখন শুনুন থু হুং কাং-এর গান ‘তুমি’। গানের কথায় বলা হয়, তুমি আকাশ থেকে পড়ে আমার ঘোড়ায় উঠে এসেছো। জেডের মতো চেহারা, জলের মতো স্বচ্ছ দৃষ্টি এবং একটি হালকা হাসি যা আমার হৃদয়কে উষ্ণ করে তোলে। তুমি, তুমি যে কখনো ফিরে তাকাও না, তোমার ডানা মেলে দাও। দিশা খুঁজি, দিশাই সামনে, একটা দীর্ঘশ্বাস আমার জীবন ঠান্ডা করে দেয়। সেই সহস্র মানুষের মাঝে তুমি গৌরবময় মহিমা অনুভব করো। আমি তোমার চোখ দেখতে পারি না, তারা কি চোখের জল লুকাবে? আমার সেরকম ক্ষমতা নেই, ভুলে যেতে চাইলেও ভুলতে পারি না।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, এখন শুনুন থু হুং কাং-এর গান ‘সবকিছু ইচ্ছামত হোক’। গানের কথাগুলো এমন: যখন ছোট ছিলাম, বাবার কাঁধে কুড়ি বছর বয়সে ঘুরে ঘুরে দেখি সে মোড়ে। আমি আর কিশোর নই । সে বৃদ্ধ হয় ও শিশু হয়। পুরানো বন্ধুদের সাথে দেখা হয় এবং আবার আলাদা হয়। ঠিক যেন মেঘ কেটে যায় সময়ের বাতাস। ভালোবেসেছে আবার মিস করেছে।
আচ্ছা, শুনুন এই গানটি।
বন্ধুরা, এখন শুনুন থু হুং কাং-এর গান ‘প্রেমিকা’। গানের কথায় বলা হয়, ভালবাসা, আমরা অনেক দিন ধরে একে অপরকে দেখিনি। আমি এই বছরগুলো তোমার সাথে ছিলাম। তুমি অনেক কষ্ট পেয়েছো। আমাকে সব পথ অনুসরণ করা খুব ক্লান্তিকর। প্রেমিক, প্রেমিকা, আমরা দু'জনেই যন্ত্রণা আর ক্লান্ত। সব রকমের আনন্দ-বেদনা চলে আসুক। সহ্য করার পর আমরা একে অপরের কাছাকাছি হব।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো থু হুং কাং-এর আরেকটি গান, গানের নাম ‘পরিবর্তন’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থু হুং কাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)