আধিপত্যবাদ বিরোধিতা করবে চীন: সরকারি কার্যবিবরণী
2024-03-05 18:26:57

মার্চ ৫: চীন স্বাধীন ও শান্তিপূর্ণ কূটনৈতিক নীতিতে অবিচল রয়েছে এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলছে। পরস্পরের জন্য কল্যাণকর ও জয়-জয় উন্মুক্তকরণ নীতি মনে চলে এবং সমান, সুশৃঙ্খল বহুপক্ষবাদ ও সহনশীল অর্থনৈতিক বিশ্বায়ন সমর্থন করে। নতুন ধরনের আন্তর্জাতি সম্পর্ক গড়ে তোলে এবং আধিপত্যবাদের বিরোধিতা করে চীন। আন্তর্জাতিক সমাজের সঙ্গে বিশ্ব উন্নয়ন, বিশ্ব নিরাপত্তা ও বিশ্ব সভ্যতা- এ তিনটি প্রস্তাব বাস্তবায়ন করতে, বৈশ্বিক পরিচালনা ব্যবস্থার সংস্কার ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গড়ে তোলার কাজ এগিয়ে নিতে ইচ্ছুক চীন।

আজ (মঙ্গলবার) প্রকাশিত সরকারি কার্যবিবরণীতে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং  এ সব কথা বলেন।

(শিশির/হাশিম/লিলি)