চীনে স্থিতিশীল কর্মসংস্থানের পাশাপাশি চাকরিজীবীদের বেতন বাড়ানো হবে: সরকারি কার্যবিবরণী
2024-03-05 18:51:47

মার্চ ৫: আজ (মঙ্গলবার) জাতীয় গণ-কংগ্রেসে জমা দেওয়া সরকারি কার্যবিবরণীতে বলা হয়েছে, ২০২৪ সালে চীন নানা উপায়ে কর্মসংস্থানকে স্থিতিশীল করবে এবং চাকরিজীবীদের বেতন বাড়াবে। কর্মসংস্থান স্থিতিশীল করে তোলার ক্ষেত্রে করসহ নীতিগত সমর্থন জোরদার করবে চীন। উন্নত নির্মাণ, আধুনিক পরিষেবা এবং বয়স্কদের সেবা-ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের চাহিদা মেটানো হবে এবং বৃত্তিমূলক দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও সরকারি বিবরণীতে উল্লেখ করা হয়।

বিবরণীতে আরো বলা হয়, সামাজিক নিশ্চয়তা ও সেবা জোরদার করা এবং বয়স্ক জনসংখ্যার সমস্যার মোকাবেলা করতে জাতীয় কৌশল বাস্তবায়ন করা উচিৎ। শহর বা গ্রামীণ নাগরিকদের সর্বনিম্ন পেনশন ২০ ইউয়ান রেনমিনপি বাড়ানো হবে এবং অব্যাহতভাবে অবসরপ্রাপ্তদের সর্বনিম্ন পেনশন বাড়ানো হবে।

লিলি/হাশিম/শিশির।