চীনের জাতীয় গণ-কংগ্রেসের বার্ষিক সম্মেলন বেইজিং শুরু
2024-03-05 14:11:18

মার্চ ৫: আজ (মঙ্গলবার) সকাল ৯টায় চীনের জাতীয় গণ-কংগ্রেসের বার্ষিক সম্মেলন বেইজিং গণ-মহাভবনে শুরু হয়। চীনের বিভিন্ন স্থানের, বিভিন্ন জাতির ও বিভিন্ন খাতের প্রায় ৩ হাজার জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।

জাতীয় গণ-কংগ্রেস চীনের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা এবং এর মেয়াদ পাঁচ বছর। বছরে একবার এর অধিবেশন অনুষ্ঠিত হয়, দেশের গুরুত্বপূর্ণ নীতি, আইন ও গুরুত্বপূর্ণ নিয়োগ ও অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এটি চীনা জনগণের জাতীয় ক্ষমতার সর্বোচ্চ রূপ এবং চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রতিফলন। চলতি বছর চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, এতে নতুন সরকারের প্রথম ‘সরকারি কার্যবিবরণী’ নিয়ে পর্যালোচনা করা হবে।

সপ্তাহব্যাপী অধিবেশনে প্রতিনিধিরা কার্যবিবরণী শুনবেন ও পর্যালোচনা করবেন, গত এক বছরের কার্যাবলীর সারসংক্ষেপ করার পাশাপাশি নতুন বছর দেশের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করবেন। এ ছাড়া অধিবেশনে জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা রিপোর্ট, কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট রিপোর্ট এবং সর্বোচ্চ গণআদালত ও সর্বোচ্চ গণ-অভিশংসক দপ্তরের কার্যবিবরণী পর্যালোচনা করা হবে।

(প্রেমা/তৌহিদ/ছাই)