চতুর্দশ সিপিপিসিসি’র দ্বিতীয় অধিবেশনে কয়েকজন রাষ্ট্রদূতের সাক্ষাত্কার
2024-03-05 18:58:35

মার্চ ৫: চীনের চতুর্দশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি’র দ্বিতীয় অধিবেশন গতকাল (সোমবার) বিকেলে বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। এতে চীনে নিযুক্ত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়।

রাষ্ট্রদূতরা বলেন, চীনের দুই অধিবেশনের ওপর তারা নজর রাখছেন এবং চীনের সঙ্গে আরো গভীর সহযোগিতার সম্পর্ক উন্নয়নের প্রত্যাশায় রয়েছেন।

চীনে নিযুক্ত কেনিয়ার রাষ্ট্রদূত উইলি কে বেত একান্ত সাক্ষাত্কারে বলেন, চতুর্দশ সিপিপিসিসি’র দ্বিতীয় অধিবেশনে আসার সুযোগ পেয়ে তিনি খুব খুশি। তিনি বলেন, ‘দুই অধিবেশন হলো চীনের রাজনৈতিক ব্যবস্থা এবং এর পরিচালনার গতি সম্পর্কে জানার দারুণ সুযোগ। আমি চীনের রাজনৈতিক শাসনের কাঠামো সম্পর্কে জানতে খুব আগ্রহী।’

সাক্ষাত্কারে উইলি আরো বলেন, ‘কেনিয়া এবং চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো। সাম্প্রতিক বছরগুলোতে অনেক চীনা কোম্পানি কেনিয়ায় পুঁজি বিনিয়োগ বাড়িয়েছে। পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে দু’দেশের সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাত এবং অবকাঠামো নির্মাণ ক্ষেত্রে কেনিয়া এবং চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দু’দেশ সহযোগিতা জোরদার করবে বলে আমি আশা করি।’

চীনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত সিয়াবোঙ্গা সি ওয়েলে তৃতীয় বছরের মতো চীনের দুই অধিবেশনে আমন্ত্রণ পেয়েছেন। তিনি বলেন, দুই অধিবেশনের মাধ্যমে চীনের অর্থনীতি ও নীতিগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারেন। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে চীন ও দক্ষিণ আফ্রিকার সহযোগিতার সম্পর্ক নিঃসন্দেহে আরো ভালো হবে।

এ ছাড়া, চীনে নিযুক্ত হন্ডুরাসের রাষ্ট্রদূত এবং মঙ্গোলিয়ার দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সাক্ষাত্কার দেন।

লিলি/হাশিম/শিশির।